Adhir Ranjan Chowdhury In Lok Sabha : ‘মুর্শিদাবাদ নামটা যেন কেড়ে নেওয়া না হয়’, সংসদে রাজ্য সরকারের কাছে অনুরোধ অধীরের

Adhir Ranjan Chowdhury In Lok Sabha : বঙ্গে আরও নতুন ৭ টি জেলার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে সংসদে অনুরোধ জানালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

Adhir Ranjan Chowdhury In Lok Sabha : 'মুর্শিদাবাদ নামটা যেন কেড়ে নেওয়া না হয়', সংসদে রাজ্য সরকারের কাছে অনুরোধ অধীরের
ছবি সৌজন্যে : লোকসভা টিভি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 2:50 PM

নয়া দিল্লি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্প্রতি আরও ৭ টি নতুন জেলার ঘোষণা করেন। ২৩ টি জেলা থেকে দাঁড়িয়ে বঙ্গে এবার থেকে হবে ৩০ টি জেলা। নতুন জেলার তালিকায় রয়েছে মুর্শিদাবাদ ও নদিয়ার নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুর্শিদাবাদের বহরমপুর ও কান্দি আলাদা দুটি জেলা হবে। এদিকে নদিয়ার রানাঘাট হবে আরেকটি জেলা। এবার এই নতুন জেলা প্রসঙ্গ নিয়ে সংসদে বক্তব্য রাখলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি সংসদে মুর্শিদাবাদ ও নদিয়ার ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করেন যাতে মুর্শিদাবাদ নাম কেড়ে নেওয়া না হয়।

সোমবার জ়িরো আওয়ারে সংসদে মুর্শিদাবাদের বিভিন্ন ইস্যু তুলে ধরেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। পাশাপাশি তিনি মুর্শিদাবাদের দুই এলাকার নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ নিয়ে কথাও তোলেন। তিনি এদিন সংসদে বলেন,’আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে ৭ টি নতুন জেলা তৈরি হবে। নতুন জেলা তৈরি হওয়াতে আমার কোনও আপত্তি নেই। ভারতবর্ষে নতুন যেমন রাজ্য হয়, সেরকম জেলাও হবে। সেখানে কোনও অস্বাভাবিকতা নেই। পশ্চিমবঙ্গে এখনি ৭৭৩ টি জেলা রয়েছে। কিন্তু আমার জেলা মুর্শিদাবাদ ও পাশের জেলা নদিয়ার মানুষ আজ আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছেন। মুর্শিদাবাদ জেলা একটি ঐতিহাসিক জেলা। নদিয়া আরেকটি। মুর্শিদাবাদ জেলা এক সময় বাংলা, বিহার, ওড়িশার রাজধানী ছিল। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নামে এই জেলার নামকরণ হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘মুর্শিদাবাদকে দেখে একসময় রবার্ট ক্লাইভ বলেছিল, লন্ডনের মতো সমৃদ্ধ ও জনবহুল মুর্শিদাবাদ। পাশের জেলা নদিয়াকে বলা হয় পূর্ব ভারতের অক্সফোর্ড। তার কারণ সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। সেখানকার মানুষের একটাই বক্তব্য আমাদের ইতিহাসকে কেড়ে নেবেন না। মুর্শিদাবাদ জেলার ও নদিয়া জেলার নামটা যেন কেড়ে নেওয়া না হয়। মুর্শিদাবাদ জেলার সংস্কৃতি, মানুষের আবেগ। আজ এই সংসদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি যেন তাঁরা মুর্শিদাবাদ ও নদিয়া জেলার নামটা মুছে না দেন।’ তিনি এদিন জানিয়েছেন যে, মুর্শিদাবাদ পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ হোক। কিন্তু একেবারে নাম যেন বদলে নেওয়া না হয়।