Rahul Gandhi: ‘মিস ইন্ডিয়ার তালিকায় একজনও দলিত-আদিবাসী নেই কেন?’, বড় দাবি রাখলেন রাহুল গান্ধী
Caste Census: কংগ্রেস নেতার দাবি, মিস ইন্ডিয়া বিউটি প্যাজেন্ট বা সৌন্দর্য্যের প্রতিযোগিতায় কোনও দলিত, আদিবাসী বা এবিসি সম্প্রদায়ের প্রতিনিধি নেই।
লখনউ: লোকসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম প্রতিশ্রুতি ছিল ভোটে জিতলে জাত ভিত্তিক জনসুমারি হবে। ভোটপর্ব মিটতেই এবার সরকারের উপরে চাপ বাড়াতে নয়া পন্থা কংগ্রেসের। এবার সৌন্দর্য্যের প্রতিযোগিতাতেও চলে এল জাত-পাতের ভেদাভেদ। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, কেন মিস ইন্ডিয়ার তালিকায় কোনও দলিত বা আদিবাসী যুবতী নেই?
কংগ্রেস নেতার দাবি, মিস ইন্ডিয়া বিউটি প্যাজেন্ট বা সৌন্দর্য্যের প্রতিযোগিতায় কোনও দলিত, আদিবাসী বা এবিসি সম্প্রদায়ের প্রতিনিধি নেই। উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেন, “আমি মিস ইন্ডিয়ার লিস্ট চেক করেছি যে কোনও দলিত বা আদিবাসী মহিলা রয়েছেন কি না। কিন্তু কোনও দলিত, আদিবাসী বা ওবিসির জনগোষ্ঠীর প্রতিনিধি নেই। মিডিয়া নাচ, গান, ক্রিকেট, বলিউড নিয়ে কথা বলে, কিন্তু কৃষক ও শ্রমিকদের নিয়ে কেউ কথা বলে না।”
ফের একবার জাত ভিত্তিক জনসুমারির দাবি জানিয়ে রাহুল গান্ধী বলেন, “এটা শুধু জনসুমারি নয়, বরং সঠিক নীতি তৈরির মূল ভিত্তি। জ্ঞান, দক্ষতা থাকা সত্ত্বেও ৯০ শতাংশ জনসংখ্যাই সুযোগ পান না। সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রেও একই চিত্র। ১০ শতাংশ ধনীদের বাদ দিয়ে বাকি ৯০ শতাংশের মধ্যে দেশের সম্পদ কীভাবে বন্টন হচ্ছে, তা জানা দরকার। এর জন্যই প্রয়োজন জাতি ভিত্তিক জনসুমারি।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)