Congress Protest: ভারত-চিন সংঘাত নিয়ে আলোচনার দাবিতে ধর্নায় কংগ্রেস, সামিল হল না তৃণমূল

Congress Protest: দলের সংসদীয় বৈঠকে চিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

Congress Protest: ভারত-চিন সংঘাত নিয়ে আলোচনার দাবিতে ধর্নায় কংগ্রেস, সামিল হল না তৃণমূল
ধর্নায় বিরোধীরা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 11:52 AM

নয়া দিল্লি : সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং (Tawang)-এ ভারত ও চিনের সংঘাতের যে খবর প্রকাশ্যে এসেছে, তা নিয়ে শীতকালীন অধিবেশনের শুরু থেকেই সরব হয়েছে বিরোধী দলগুলি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে আসলে কী পরিস্থিতি, তা নিয়ে আলোচনা চাইছেন বিরোধীরা। বুধবারও এই ইস্যুতে উত্তপ্ত হল সংসদ। কংগ্রেসের (Congress) ডাকে এদিন গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় সামিল হয় বিরোধী দলগুলি। নেতৃত্ব দিচ্ছেন সোনিয়া গান্ধী। তাঁর ডাকে একাধিক বিরোধী দল ধর্নায় সামিল হলেও উপস্থিত ছিল না তৃণমূল। সংসদের ভিতরে তারা বিরোধিতা করলেও বাইরে কংগ্রেসের সঙ্গে যোগ দিচ্ছে না ঘাসফুল শিবিরের সাংসদেরা।

কংগ্রেসের নেতৃত্বে মোট ১২ টি বিরোধী দল এই ধর্ণায় যোগ দেয় মঙ্গলবার। দলের সংসদীয় বৈঠকে চিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, কেন আলোচনা করছে না সরকার? কেন সরকারের এত জেদ? কেন্দ্র আর্থিকভাবে চিনকে কোণঠাসা করার চেষ্টা করছে না কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সম্প্রতি এই ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন রাহুল গান্ধীও। তিনি দাবি করেন, চিন যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন সরকার ঘুমিয়ে আছে। তাঁর দাবি শুধুমাত্র অনুপ্রবেশই নয়, আদতে সবরকমভাবে ছক সাজাচ্ছে চিন। সংঘাতের বিষয়টি আর লুকনোর সময় নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে ভারতীয় সেনা যে সীমান্তে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত, তা সংসদে আগেই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন সংসদে। সংঘাতের জেরে ভারতীয় সেনার যে কোনও ক্ষতি হয়নি, সে কথাও জানিয়েছেন রাজনাথ। কিন্তু বিবৃতিতে সন্তুষ্ট নন বিরোধীরা। তাঁদের দাবি, পরিস্থিতি নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে। আগেও এই ইস্যুতে ওয়াকআউট করেছে কংগ্রেস। বিরোধিতায় সামিল হয়েছিল তৃণমূলও। তাওয়াং সীমান্ত নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিসও দেয় কংগ্রেস।