Sonia Gandhi’s mother: মাতৃহারা সনিয়া গান্ধী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

Sonia Gandhi's mother Paola Maino dies: প্রয়াত কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর মা পাওলা মাইনো। গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Sonia Gandhi's mother: মাতৃহারা সনিয়া গান্ধী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
শোকের সময়ে গান্ধী পরিবারের পাশে নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 8:04 PM

নয়া দিল্লি: প্রয়াত কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর মা পাওলা মাইনো। বুধবার (৩১ অগস্ট) কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার ইটালিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এই খবর পাওয়ার পরই গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী বলেছেন, “তাঁর মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সনিয়া গান্ধীজির প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি। এই শোকের মুহুর্তে, আমি তাঁর পুরো পরিবারের পাশে আছি।”

সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে বলেছেন, “শনিবার ২০২২ সালের ২৭ অগস্ট, ইটালিতে তাঁর বাসভবনেই মৃত্যু হয়েছে শ্রীমতি সনিয়া গান্ধীর মা মিসেস পাওলা মাইনোর। গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।” কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছে, “কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর প্রয়াণে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকার্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করি।

গত ২৩ অগস্ট অসুস্থ মা-কে দেখতে ভারত ছেড়েছিলেন সনিয়া গান্ধী। তাঁর সঙ্গে দেশ ছেড়েছিলেন পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। তাঁরা তিনজনেই এখন সনিয়া গান্ধীর ছোটবেলার শহরেই আছেন। সূত্রের খবর, সনিয়ার মা পাওলা মাইনোর বয়স ছিল ৯০-এর কোঠায়। বুধবার সনিয়া গান্ধীর মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর এদিন অশোক গেহলট, শচীন পাইলট, মানিকম ঠাকুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদম্বরম, শ্রীনিবাস বিভি, মিলিন্দ দেওয়া-সহ বিভিন্ন কংগ্রেস নেতারা টুইটারে শোক প্রকাশ করেছেন। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলেও শোক প্রকাশ করেছেন।