Article 370: ‘নোটবন্দির মতো করেননি নেহরু…’, বিজেপির দোষারোপের কড়া জবাব দিল কংগ্রেস
Article 370: জওহরলাল নেহেরুর বিরুদ্ধে সংবিধানে অনুচ্ছেদ ৩৭০ প্রবর্তন করে জম্মু ও কাশ্মীরে "বিশৃঙ্খলা" সৃষ্টি করার গুরুতর অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (১৪ অক্টোবর) তাঁর এই মন্তব্যের কড়া জবাব দিল কংগ্রেস।
নয়া দিল্লি: সংবিধানে অনুচ্ছেদ ৩৭০ প্রবর্তন করে জম্মু ও কাশ্মীরে “বিশৃঙ্খলা” সৃষ্টি করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। গুরুতর অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (১৪ অক্টোবর) তাঁর এই মন্তব্যের কড়া জবাব দিল কংগ্রেস। টুইট করে কংগ্রেসের যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত নেতা জয়রাম রমেশ বলেছেন “নোটবন্দি মতো স্বৈরাচারীভাবে সংবিধানে অনুচ্ছেদ ৩৭০ ঢোকাননি নেহরু। এটা আলোচনার ভিত্তিতে করা হয়েছিল। প্যাটেল, আম্বেদকর এবং শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় কেউ আপত্তি করেননি। জম্মু ও কাশ্মীরে কাজের অভিজ্ঞতা থাকা আয়ঙ্গার এর খসড়া তৈরি করেছিলেন। কেউ এর জন্য পদত্যাগ করেনি। তাঁর সাহেবের মতোই অমিত শাহ মিথ্যার সুপার স্প্রেডার।”
বৃহস্পতিবার, ভোটমুখী গুজরাটে বিজেপির ‘গৌরব যাত্রা’র সূচনা করে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, “জওহরলাল নেহরুর ভুলের কারণে কাশ্মীরে বিশৃঙ্খলা বজায় ছিল। তিনিই সংবিধানে অনুচ্ছেদ ৩৭০ প্রবর্তন করেছিলেন। এর ফলে কাশ্মীর দেশের বাকি অংশের সঙ্গে সঠিকভাবে একীভূত হতে পারেনি। সবাই অনুচ্ছেদ ৩৭০-এর অপসারণ চেয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঝটকায় এর অপসারণ করেছেন এবং দেশের সঙ্গে কাশ্মীরের একীকরণের কাজ সম্পন্ন করেছেন।”
চলতি সপ্তাহের গোড়ায়, তিনদিনের গুজরাট সফরে এসে আনন্দের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দীর্ঘ কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরে সমস্যা জিইয়ে থাকার জন্য, নাম না করে জওহরলাল নেহেরুকেই দায়ী করেছিলেন। মোদী বলেছিলেন, “সর্দার সাহে(সর্দার বল্লভভাই প্যাটেল) সমস্ত স্বাধীন রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত হতে রাজি করিয়েছিলেন। কিন্তু অন্য একজন ব্যক্তি কাশ্মীর সমস্যার মোরাবিলার জদায়িত্ব নিয়েছিলেন। আমি সর্দার সাহেবের পদাঙ্ক অনুসরণ করেছি, আমার কাছে সর্দারের মাটির মূল্যবোধ আছে বলেই কাশ্মীরের সমস্যার সমাধান করতে পেরেছি। সর্দার প্যাটেলকে সত্যিকারের শ্রদ্ধা নিবেদন করেছি।”
বৃহস্পতিবার গুজরাটের নভসারি জেলার উনাই থেকে বিজেপির দুটি ‘গৌরব যাত্রার’ সূচনা করেছেন। আহমেদাবাদ জেলার জাঞ্জারকা থেকে একটি যাত্রা সোমনাথ মন্দিরে শেষ হবে। অন্য যাত্রাটি উনাই থেকে অম্বাজি মন্দির হয়ে খেড়া জেলার ফাগভেল মন্দিরে যাবে। বুধবার, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা এই আরও দুটি গৌরব যাত্রার সূচনা করেছেন। সব মিলিয়ে রাজ্যের ১৪৪টি নির্বাচনী এলাকা জুড়ে মোট পাঁচটি যাত্রার পরিকল্পনা করেছে বিজেপি। প্রতিটি যাত্রা চলবে আট থেকে নয় দিন ধরে।