Bharat Jodo Yatra: কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি হাঁটবেন রাহুল, আজ থেকে শুরু কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’

Bharat Jodo Yatra: কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ ভারত জোড়ো কর্মসূচির আগে রাহুল গান্ধী কন্যাকুমারীর শ্রীপেরুমবুদুরে রাজীব গান্ধী মেমোরিয়ালে প্রার্থনাসভায় যোগ দেবেন। এরপরে তিনি জনসভায় যোগ দেবেন।

Bharat Jodo Yatra: কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি হাঁটবেন রাহুল, আজ থেকে শুরু কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'
রাহুল গান্ধী। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 8:13 AM

নয়া দিল্লি: একের পর এক ব্যর্থতা, ইস্তফার ধাক্কা। ১৩৫ বছরের ডুবন্ত জাহাজকে পুনরুদ্ধারের চেষ্টাতেই মরিয়া কংগ্রেস। দলকে নতুন করে অক্সিজেন জোগাতেই আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ৩৫৭০ কিলোমিটারের এই যাত্রার নেতৃত্ব দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৫০ দিন ধরে চলবে এই পদযাত্রা। কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীর অবধি হবে এই পদযাত্রা। বুধবার এই যাত্রার সূচনার আগে কন্যাকুমারীতে একটি মেগা সমাবেশ রয়েছে কংগ্রেসের।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে প্রয়োজনীয় শক্তি জোগাবে এই পদযাত্রা, এমনটাই আশা কংগ্রেস নেতাদের। মঙ্গলবারই কংগ্রেস নেতারা জানান, এই ভারত জোড়ো যাত্রা ভারতীয় রাজনীতিতে এক পরিবর্তনের মুহূর্ত তৈরি করবে। দলকেও পুনরুদ্ধারে সাহায্য করবে এই যাত্রা। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক মেরুকরণ এবং রাজনৈতিক কেন্দ্রীকরণের বিরুদ্ধেই দেশবাসীকে একজোট করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ ভারত জোড়ো কর্মসূচির আগে রাহুল গান্ধী কন্যাকুমারীর শ্রীপেরুমবুদুরে রাজীব গান্ধী মেমোরিয়ালে প্রার্থনাসভায় যোগ দেবেন। এরপরে তিনি জনসভায় যোগ দেবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এছাড়া তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে-র প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও।  জানা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চেই এমকে স্ট্যালিন রাহুল গান্ধীকে একটি খাদির তৈরি জাতীয় পতাকা উপহার দেবেন। সেই পতাকাই আবার রাহুল গান্ধী সেবা দলের কর্মীদের হাতে তুলে দেবেন। সেখান থেকে তাঁরা হাঁটতে হাঁটতে সমুদ্রতীরে যাবেন, যেখান থেকে এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হবে।

এই পদযাত্রায় দলের অন্তর্বতী সভাপতি সনিয়া গান্ধী উপস্থিত থাকতে না পারলেও, তিনি ভিডিয়ো বার্তায় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে পারেন। মঙ্গলবার রাতেই চেন্নাইয়ে এসে পৌঁছন রাহুল গান্ধী। জানা গিয়েছে, ১৫০ দিনের এই পদযাত্রায় পুরো সময়টাই থাকবেন রাহুল গান্ধী। রাতে ঘুমানোর জন্য তিনি কোনও হোটেলে থাকবেন না। বরং আনানো হয়েছে জাহাজের বিশেষ কন্টেনার, যেখানে কম্পার্টমেন্ট করে থাকার ব্যবস্থা করা হয়েছে।