Corona Cases Lockdown News: আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি, ফের আতঙ্ক বাড়ছে কেরলে

| Edited By: | Updated on: Jul 26, 2021 | 12:24 AM

COVID-19 Daily Update: কেরল থেকেই ভারতে সংক্রমণের সূত্রপাত হয়েছিল। এ বার সেই রাজ্যে ফের সংক্রমণ বাড়ায় বাড়ছে আশঙ্কা।

Corona Cases Lockdown News: আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি, ফের আতঙ্ক বাড়ছে কেরলে
ফাইল ছবি

দেশে ফের এক ধাপ বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭২ জন, একদিনে সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। এর মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ১৩৮ জন। সংক্রমণের জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৫৫১ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ২১২। অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, কেরলে আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। শনিবারের রিপোর্ট অনুযায়ী, ৫১ দিনে সবথেকে বেশি হয় করোনা আক্রান্তের সংখ্যা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Jul 2021 08:10 PM (IST)

    বাংলাদেশে বিধিনিষেধের তৃতীয় দিনে গ্রেফতার ৫৮৭

    প্রাণবায়ুর অভাবে ধুঁকছে বাংলাদেশ, তবুও হুঁশ নেই জনতার, বিধিনিষেধের তৃতীয় দিনে গ্রেফতার ৫৮৭

    ইদ উপলক্ষ্যে ১৫ থেকে ২২ জুলাই অবধি লকডাউন শিথিল করা হলেও ফের কঠোরভাবে জারি করা হয়েছে বিধিনিষেধ। লকডাউনের তৃতীয়দিনে রাজধানী ঢাকাতেই নিয়মভঙ্গ করায় ৫৮৭ জনকে গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশ। আটক করা হয়েছে ৫২১টি গাড়িও।

    বিস্তারিত পড়ুন:  প্রাণবায়ুর অভাবে ধুঁকছে বাংলাদেশ, তবুও হুঁশ নেই জনতার, বিধিনিষেধের তৃতীয় দিনে গ্রেফতার ৫৮৭ 

  • 25 Jul 2021 07:40 PM (IST)

    উত্তরাখণ্ডে একদিনেই আক্রান্ত ৫১ জন

    উত্তরাখণ্ডেও ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। তবে সংক্রমণে মৃত্যু হয়নি কারোর। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩৭।

  • 25 Jul 2021 07:36 PM (IST)

    কেরলে একদিনেই করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি

    কেরলে ফের উর্ধ্বমুখী সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৬৬ জন। মৃত্যু হয়েছে ৬৬ জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ২৭৬।

  • 25 Jul 2021 07:32 PM (IST)

    কোভিডবিধি মেনেই আগামিকাল থেকে খুলবে দিল্লির সিনেমা হল

    করোনার তৃতীয় ঢেউয়ের ভয়ের মাঝেই কোভিডবিধি মেনেই আগামিকাল থেকে খুলছে দিল্লির সিনেমা হলগুলি। ইতিমধ্যেই সিনেমাহলগুলিতে স্যানিটাইজেশন করা হয়েছে। বসানো হয়েছে ইউভি লাইটও। প্যাকেটজাত খাবার ছাড়া আপাতত কোনও খাবার বিক্রি করা হবে না।

  • 25 Jul 2021 03:56 PM (IST)

    দিল্লিতে ১০০ শতাংশ যাত্রী নিয়েই চালু হল বাস ও মেট্রো

    করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই গতকালই দিল্লি সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে, রবিবার থেকেই ডিটিসি বাস ও মেট্রো ১০০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে। তবে সমস্ত যাত্রীদের বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক।

  • 25 Jul 2021 12:49 PM (IST)

    ধারাভিতেও শুরু টিকাকরণ, লম্বা লাইন টিকাকেন্দ্রের বাইরে

    মুম্বইয়ের ধারাভি বস্তির বাসিন্দাদেরও করোনা টিকাকরণ শুরু হয়েছে। এ দিন সকালে ধারাভিতে একটি টিকাকেন্দ্রের বাইরে লম্বা লাইন দেখা যায়। সকলেই ভিড় জমিয়েছেন করোনা টিকা নেওয়ার জন্য।

  • 25 Jul 2021 09:50 AM (IST)

    গুজরাটে মিলল 'কাপ্পা'

    প্রথমবার পাঁচজনের শরীরে করোনার কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেল গুজরাটে। এর মধ্যেই জামনগরে তিনজন ও গোধরায় দু'জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

Published On - Jul 25,2021 9:43 AM

Follow Us: