Jahangirpuri Clash: বুলডোজার দেখিয়ে তোলা তুলছেন কাউন্সিলররা! মারাত্মক অভিযোগে বিদ্ধ বিজেপি
Aam Admi Party: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই উচ্ছেদ অভিযানকে 'বিজেপির বুলডোজার রাজনীতি' বলে তোপ দেগেছিলেন এবং আপ বিধায়কদের রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন।
নয়া দিল্লি: শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় হিংসার ঘটনায় উত্তপ্ত হয়েছিল দিল্লির জাহাঙ্গিরপুরী। ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রা জাহাঙ্গিরুপুরীর (Jahangirpuri Clash) মসজিদের সামনে আসতেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারা আহত হয়েছিলেন। এই সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই চলতি সপ্তাহেই বুধবার বিজেপির দখলে থাকা নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বুলডোজার নিয়ে এই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল অবৈধ নির্মাণ হঠাতেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এই উচ্ছেদ অভিযান নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। শুক্রবার এই উচ্ছেদ অভিযান নিয়ে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করল অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Admi Party)। আপের অভিযোগ শহরের বাসিন্দাদের থেকে ঘুষের টাক চেয়েছিল বিজেপি কাউন্সিলররা, তারপরই দলের সভাপতি দক্ষিণ ও পূর্ব দিল্লির পুরসভা গুলিকে বুলডোজার নিয়ে অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এই উচ্ছেদ অভিযানকে ‘বিজেপির বুলডোজার রাজনীতি’ বলে তোপ দেগেছিলেন এবং আপ বিধায়কদের রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন। টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, “গোটা দিল্লি থেকে এই ধরনের অভিযোগ আসছে। দিল্লির মানুষ এই ধরনের তোলাবাজি ও গুন্ডাগিরি বরদাস্ত করবে না। এই কারণেই কি পুর নির্বাচন স্থগিত করা হয়েছে?” সিসোদিয়া বিজেপি বিধায়কদের তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছিলেন। তিনি বলেন, “বিজেপি যে তোলাবাজির রাজনীতি করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি সব বিধায়কদের আবেদন করছি। নিজের নিজের এলাকার মানুষদের বলুন দিল্লি সরকার ও আম আদমি পার্টি তাদের পাশে রয়েছে। যদিও কোনও বিধায়কের নজরে এই ধরনের কোনও ঘটনা আসে তবে, সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিজেপির সেই তোলাবাজকে ধরে পুলিশের হাতে তুলে দিন। এবং অবশ্যই এই ধরনের ঘটনা দিল্লি সরকারের নজরে আনা প্রয়োজন।” প্রসঙ্গত জাহাঙ্গিরপুরীর ঘটনা নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। আজই জাহাঙ্গিরপুরী গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলেন। জাহাঙ্গিরপুরী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের।