Arguement Over Slippers: প্রতিবেশীর দরজার সামনে চটি রাখায় ব্যক্তিকে খুন
Arguement Over Slippers: দরজার সামনে চটি রাখা নিয়ে বচসা। তার জেরে প্রতিবেশীকেই খুন করলেন এক দম্পতি।
থানে: এক সমাজে বসবাস করতে গেলে সামান্য ভুল ত্রুটি ও ঠোকাঠুকি লেগেই থাকে। এবার প্রতিবেশী বাড়ির দোরগোড়ায় চটি (Slippers) রাখার জন্য তার সঙ্গে বচসা জুড়ে দিল এক দম্পতি। এখানেই শেষ নয়। সেই বচসা থেকে প্রতিবেশীকে খুনই করে দিল ওই দম্পতি। এই খুনের অভিযোগে মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে তার স্বামী এখনও পলাতক। এখনও তাঁর নাগাল পায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রতিবেশী ও দম্পতির মধ্যে মাঝে মাঝেই একে অপরের দরজার সামনে চটি রাখা নিয়ে ঝামেলা হত। আর এরকমই এক বচসা রক্তারক্তি চেহারা নিয়ে নিল শনিবার রাতে। তাঁরা হয়তো কেউ অনুমান করতেই পারেননি সামান্য বচসা এই মোড় নিয়ে নিতে পারে। নয়া নগর পুলিশ স্টেশনের (Naya Nagar Police Station) ইনস্পেক্টর জিলানি সায়েদ বলেছেন, গত শনিবার হাওয়াই চটি রাখা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা হয়। তারপর এক দম্পতি তাঁদের প্রতিবেশীকে খুন করে।
তিনি আরও বলেন, “এই ঝামেলায় ৫৪ বছর বয়সী আফসার খাতরি এই হাতাহাতিতে আহত হন। সেই আঘাত থেকেই মৃত্য়ু হয় তাঁর। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর স্বামী কোনওভাবে পালাতে সক্ষম হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।”