Covid-19 : কোভিডের ছায়া দিল্লির স্কুলে, জারি নির্দেশিকা
Covid-19 : দিল্লির স্কুলে কোভিড সংক্রমণ। জারি হল নির্দেশিকা।
নয়া দিল্লি : করোনার উপদ্রব অনেকটাই কমে এসেছে। গত ফেব্রয়ারিতে ওমিক্রন ত্রাসে যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল সংক্রমণ তা এখন অনেক নিয়ন্ত্রণে। তাই করোনাবিধি শিথিল করা হয়েছে একাধিক জায়গায়। তবে গত কয়েক দিনে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এহেন পরিস্থিতিতে বাড়কি সতর্কতা অবলম্বন করছে ভারত সরকার। এহেন পরিস্থিতিতে আজ দিল্লির একটি স্কুলে পড়ুয়া এবং শিক্ষকের কোভিড সংক্রমণের খবর মিলেছে। উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে আবার ৪৪ জন কোভিড আক্রান্তের খবর মিলেছে। এর মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার।
Directorate of Education, Delhi Govt issues advisory to all pvt schools in wake of rising #COVID19 cases
"If any COVID case noticed/reported to school authority the same must be intimated to Directorate& concerned wing or school as a whole must be closed down for the time being" pic.twitter.com/2NcbCOWsFn
— ANI (@ANI) April 14, 2022
শিক্ষিকা ও পড়ুয়ারা কোভিড আক্রান্ত হওয়ার পর দিল্লির ওই বেসরকারি স্কুলের পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কোভিড সংক্রমণ রুখতে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই বৃহস্পতিবার সন্ধেবেলা স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি করল।
নির্দেশিকায় কী বলা হয়েছে?
এই সূত্রে পড়ুয়া, শিক্ষক এবং অন্যান্যদের অবশ্যই মাস্ক পরতে হবে।
সম্ভাব্য শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে।
নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজ করা।
স্কুলে আসা সমস্ত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, সহকারী কর্মী এবং অভিভাবকদের মধ্যে কোভিড সংক্রমণ নিয়ে সচেতনতা প্রচার করতে হবে।
যদি কোনও কোভিড সংক্রমণ স্কুলে ধরা পড়ে স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে শিক্ষা দফতরকে জানাতে হবে।
এদিকে এই কোভিড পরিস্থিতি নিয়ে সম্প্রতি ডেপুটি মুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, “কোভিড সংক্রমণ কিছুটা বেড়েছে কিন্তু হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়েনি। তাই আমাদের চিন্তা করার দরকার নেই। আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে সতর্ক থাকুন। আমাদের কোভিডের সাথে বাঁচতে শিখতে হবে। আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
আরও পড়ুন : Sopian Encounter : সোপিয়ানে এনকাউন্টারে মৃত ৪ সন্ত্রাসবাদী