বাড়ছে ‘নোভেল-জয়ী’দের সংখ্যা, কিছুটা কাবু কোভিড!

দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষের নীচে নেমে গিয়েছে। গত ২৪ ঘন্টাতেই করোনা জয় করেছেন ৩৯ হাজার ১০৯ জন। দেশে এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯১ লক্ষ ৩৯ হাজার ৯০১ জন।

বাড়ছে 'নোভেল-জয়ী'দের সংখ্যা, কিছুটা কাবু কোভিড!
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 4:31 PM

নয়া দিল্লি: দেশে হু হু করে ছড়াচ্ছিল নোভেল করোনাভাইরাস (COVID-19)। কিন্তু বিগত কয়েক দিনে সংক্রমণের গতি কিছুটা হলেও হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৮১। যা কিনা শনিবারের করোনা আক্রান্তর সংখ্যা থেকে ৮ শতাংশ কম। যা দেখে বিশেষজ্ঞরা বলছেন দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে মৃত্যু মিছিল এখনও অব্যাহত। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩৯১ জন করোনা আক্রান্ত। দেশে এখন মোট করোনার বলি ১ লক্ষ ৪০ হাজার ৫৭৩।

দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষের নীচে নেমে গিয়েছে। গত ২৪ ঘন্টাতেই করোনা জয় করেছেন ৩৯ হাজার ১০৯ জন। দেশে এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯১ লক্ষ ৩৯ হাজার ৯০১ জন। রবিবার মোট ৮ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে । যার মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৩৯ হাজার জনের। দেশে এখন করোনা পজেটিভিটি রেট ৪.১ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তর হদিশ মিলেছে কেরলে। সে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭৭ জন। তারপরেই সর্বোচ্চ আক্রান্তর হদিশ মিলেছে মহারাষ্ট্রে। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।

 আরও পড়ুন: বিজেপির উত্তরকন্যা অভিযান: মৃত্যু এক বিজেপি কর্মীর, রণক্ষেত্রের চেহারা শিলিগুড়ির

দেশে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ লক্ষ ৭৭ হাজার ২০৩ জন। এখন দেশে একাধিক ভ্যাকসিনের ট্রায়াল চলছে। তবে ইতিমধ্যেই অনুমোদন চেয়ে আবেদন করেছে ফাইজ়ার ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড।