Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Covid new varriant: আরও একজনের দেহে করোনার নতুন ভ্যারিয়ান্ট, ভ্যাকসিন নেওয়া থাকলেও সংক্রমণ ছড়াতে সক্ষম

Covid new varriant: স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮২৮ জন। রাজ্যগুলির মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি কেরলে। সোমবার কেরলে আরও ১ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা এক ব্যক্তির দেহে JN.1 -এর হদিশ মিলেছে।

Covid new varriant: আরও একজনের দেহে করোনার নতুন ভ্যারিয়ান্ট, ভ্যাকসিন নেওয়া থাকলেও সংক্রমণ ছড়াতে সক্ষম
কোভিডের নয়া ভ্যারিয়ান্টে উদ্বেগ বাড়ছে।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 12:47 PM

নয়া দিল্লি: ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড। ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি। কেরলের সত্তরোর্ধ্ব ওই মহিলার পর করোনার নয়া ভ্যারিয়ান্ট JN.1 -এর হদিশ মিলল আরও এক ব্যক্তির দেহে। এবার তামিলনাড়ুর এক ব্যক্তির দেহে এই সাব-ভ্যারিয়ান্টের হদিশ মিলেছে। যা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়েছে। কেবল কেরল বা কর্নাটক নয়, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। সক্রিয় রোগীর সংখ্যাও ২ হাজারের দোরগোড়ায়। আইএমএ-র কোভিড টাস্ক-ফোর্সের চেয়ারম্যান রাজীব জয়াদেবান জানান, আগে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন এবং ভ্যাকসিন নেওয়া রয়েছে, তাঁদের মধ্যেও সংক্রমণ ছড়াতে সক্ষম করোনার নয়া ভ্যারিয়ান্ট JN.1। স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮২৮ জন। রাজ্যগুলির মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি কেরলে। সোমবার কেরলে আরও ১ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা এক ব্যক্তির দেহে JN.1 -এর হদিশ মিলেছে। ওই ব্যক্তি গত অক্টোবরে সিঙ্গাপুরে গিয়েছিলেন। অর্থাৎ সিঙ্গাপুর থেকেই ওই ব্যক্তির দেহে করোনার নয়া প্রজাতির প্রবেশ হয়েছে বলে প্রাথমিক অনুমান। পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে কোভিড-সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে চিঠি দিয়েছে কেন্দ্র।

করোনা ভাইরাসের বিশেষ প্রজাতি ওমিক্রনেরই সাব ভ্যারিয়ান্ট হল JN.1। করোনার এই প্রজাতি দ্রুতহারে সংক্রমণ ছড়াচ্ছে বলে গাইডলাইন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সেজন্য আগাম সতর্কতামূক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে সোমবারই রাজ্যগুলিকে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও কেন্দ্রের চিঠি আসার আগেই ভিড়বহুল স্থানে মাস্ক ব্যবহার, ভিড় এড়িয়ে চলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছিল কর্নাটক সরকার। কেরলের সীমানাবর্তী ম্যাঙ্গালোর, চামানাজনগর এবং কোদাগু অঞ্চলে মাস্ক পরা, কোভিড টেস্ট বাড়ানো এবং করোনা উপসর্গ থাকলে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়ে সতর্কবার্তা জারি করেছে কর্নাটক সরকার। এবার মধ্য প্রদেশ সরকারও আগাম কোভিড সতর্কতা-বিধি লাগু করল। হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সোমবার রাতে তিনি ভোপালের সরকারি হাসপাতাল পরিদর্শনেও যান।