Cyclone Mocha Update: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত মোখা, আজ থেকেই ভারী বৃষ্টি শুরু এই জায়গাগুলিতে
Weather Forecast: আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুপুরে বাংলাদেশ ও মায়ানমারের উপরে আছড়ে পড়ে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।
নয়া দিল্লি: দুই দিন ধরে সাগরের উপরে অবস্থান করে শক্তি সঞ্চয় করছিল। এবার সেই ঘূর্ণাবর্তই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে মোখা (Cyclone Mocha)। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে তা উত্তর দিকে, বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আজ, শুক্রবার সকালের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোখা। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের জেরে আজ থেকেই বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট বাড়বে আগামিকাল থেকে।
বৃহস্পতিবারই মৌসম ভবনের তরফে ঘূর্ণিঝড় মোখার কারণে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাতের সতর্কতা জারি করে। বর্তমানে বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করা এই ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াচ্ছে। শুক্রবারের মধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের জেরেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইয়েমেনের তরফে এবার ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মোখা। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুপুরে বাংলাদেশ ও মায়ানমারের উপরে আছড়ে পড়ে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের জেরে সর্বাধিক বৃষ্টিপাত হবে ত্রিপুরা ও মিজোরামে। আগামী ১৩ ও ১৪ মে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড, মণিপুর ও দক্ষিণ অসমেও আগামী ১৪ মে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। বৃষ্টি চলবে আগামী তিনদিন।