৮ বছর পর উদ্ধার বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, কোথায় গেলেন যাত্রীরা?
এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “এয়ারফোর্সের বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে সেটি এএন-৩২ এর ধ্বংসাবশেষ। কারণ যে এলাকা থেকে তা উদ্ধার হয়েছে সেখানে আর কোনও বিমান দুর্ঘটনার ইতিহাস নেই।”
নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২। ২০১৬ সালে বঙ্গোপসাগরের উপর নিখোঁজ হয়েছিল এই বিমান। সে সময় বিমানের খোঁজে দীর্ঘদিন ধরে তল্লাশি চলেছিল সমুদ্রবক্ষে। অবশেষে সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হল বঙ্গোপসাগর থেকে। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে সরকারের তরফে। চেন্নাই থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে সেই ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে।
এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “এয়ারফোর্সের বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে সেটি এএন-৩২ এর ধ্বংসাবশেষ। কারণ যে এলাকা থেকে তা উদ্ধার হয়েছে সেখানে আর কোনও বিমান দুর্ঘটনার ইতিহাস নেই।”
২০১৬ সালের ২২ জুলাইয়ের সকালে চেন্নাইয়ের তামবারাম এয়ারফোর্সের স্টেশন থেকে উড়েছিল এই বিমান। আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছিল সেটি। বিমান কর্মীদের নিয়ে সেই বিমানে মোট ২৯ জন ছিলেন। ২৯ জনকে নিয়েই নিখোঁজ হয় সে বিমান। কাউকেই সে সময় উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ৮ বছর পর নিখোঁজ হওয়া সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হল।