রাফাল যুদ্ধবিমান পাচ্ছে নৌবাহিনীও, সঙ্গে স্কর্পিন সাবমেরিন; মোদীর ফ্রান্স সফরের দিনই বড় ঘোষণা

Defence Acquisition Council: সংবাদ সংস্থা এএনআই-এর জানিয়েছে, রাফাল সামুদ্রিক বিমানগুলি-সহ ভারতীয় নৌবাহিনীর জন্য ফ্রান্সের কাছ থেকে অন্যান্য অস্ত্রশস্ত্র, সিমুলেটর, ডকুমেন্টেশন, ক্রু প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা নেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে একটি আন্তঃ- সরকারি চুক্তি হবে।

রাফাল যুদ্ধবিমান পাচ্ছে নৌবাহিনীও, সঙ্গে স্কর্পিন সাবমেরিন; মোদীর ফ্রান্স সফরের দিনই বড় ঘোষণা
স্কর্পিন শ্রেণির সাবমেরিন এবং রাফাল যুদ্ধবিমান
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 4:58 PM

নয়া দিল্লি: বৃহস্পতিবারই (১৩ জুলাই), ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-সামুদ্রিক যুদ্ধবিমান এবং তিনটি অতিরিক্ত স্কর্পেন-শ্রেণির সাবমেরিন কেনার প্রস্তাব অনুমোদন করল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। সংবাদ সংস্থা এএনআই-এর জানিয়েছে, রাফাল সামুদ্রিক বিমানগুলি-সহ ভারতীয় নৌবাহিনীর জন্য ফ্রান্সের কাছ থেকে অন্যান্য অস্ত্রশস্ত্র, সিমুলেটর, ডকুমেন্টেশন, ক্রু প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা নেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারত ও ফ্রান্সের মধ্যে একটি আন্তঃ- সরকারি চুক্তি হবে। অন্যান্য দেশের তৈরি ,সামুদ্রিক যুদ্ধবিমানগুলির ক্রয় মূল্য এবং অন্যান্য প্রাসঙ্গিক দিকগুলির সঙ্গে তুলনার পর, রাফাল বিমানগুলির দাম এবং কেনার অন্যান্য শর্তাবলী নির্ধারণ করা হবে। তারপর, সেই বিষয়ে ফরাসি সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

ডাসল্ট অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমানগুলির পাশাপাশি তিনটি অতিরিক্ত স্কর্পিন সাবমেরিন সংগ্রহের অনুমোদনও দিয়েছে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের ক্রয় বিভাগ। মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড সংস্থা এই ডুবোজাহাজগুলি তৈরি করবে। ফলে, ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। এই তিনটি সাবমনেরিন তৈরির ফলে, মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড সংস্থার ডুবোজাহাজ নির্মাণের দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শুক্রবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বৈঠক হওয়ার কথা। সম্ভবত, ওই বৈঠকের পরই প্রতিরক্ষা ক্ষেত্রের এই প্রকল্পগুলির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই এই প্রকল্পগুলিকে অনুমোদন দিয়েছিল ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড বা ডিপিবি।

দেশীয়ভাবে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য অন্তত ২৬টি ফাইটার জেট দরকার ভারতীয় নৌবাহিনীর। দীর্ঘ বিবেচনার পর, নৌবাহিনীর সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছিল দুটি যুদ্ধবিমানের নাম – বোয়িং সংস্থার তৈরি এফ/এ-১৮ সুপার হর্নেট এবং ডাসল্ট অ্যাভিয়শনের তৈরি রাফাল এম বিমান। শেষ পর্যন্ত, রাফাল বিমান কেনাই স্থির করে নৌবাহিনী। এর আগে বায়ুসেনার বহরের জন্য ডাসল্টের কাছ থেকে ৩৬টি রাফাল বিমান কিনেছিল ভারত। অন্যদিকে, সাবমেরিন সংগ্রহের জন্য নৌসেনার প্রোজেক্ট-৭৫ প্রকল্পের অধীনে ইতিমধ্য়েই ৬টি স্কর্পিন সাবমেরিন কিনেছে ভারত। আরও তিনটি কেনার অনুমোদন দেওয়া হল এদিন।