Arvind Kejriwal: মিলল না জামিন, তিহার জেলেই ফিরছেন কেজরীবাল?

Delhi Court: এদিন অরবিন্দ কেজরীবালের তরফে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতেই তীব্র বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। তিনি জানান, কেজরীবাল শুধুমাত্র নির্বাচনী প্রচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। ফলে ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

Arvind Kejriwal: মিলল না জামিন, তিহার জেলেই ফিরছেন কেজরীবাল?
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 5:28 PM

নয়া দিল্লি: মিলল না স্বস্তি! ভোটপর্ব শেষ হতেই ফের জেলবন্দি হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামিকাল অর্থাৎ ২ জুন, রবিবারই তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরীবালকে। শনিবার কেজরীর জামিনের আবেদন স্থগিত রেখে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরীবালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আজ, ১ জুন শেষ হচ্ছে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আবেদনের ভিত্তিতে এদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দীর্ঘ শুনানি হয়। কিন্তু, তারপরেও হল না সুরাহা। এদিন দীর্ঘ শুনানির পর অবশেষে অরবিন্দ কেজরীবালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আগামী ৫ জুন পর্যন্ত রায় স্থগিত রাখলেন বিচারক কাবেরী বায়েজা।

আদালত সূত্রে খবর, এদিন অরবিন্দ কেজরীবালের তরফে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতেই তীব্র বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। তিনি জানান, কেজরীবাল শুধুমাত্র নির্বাচনী প্রচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। ফলে ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে। সুপ্রিম কোর্ট তার রায়ে বলেনি যে, কেজরীবাল তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর দাবিতে আবেদন করতে পারেন। আবার সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন, কেজরিওয়াল আদালতকে বিভ্রান্ত করছেন। আদালতের সামনে তথ্য গোপন করছেন। তাঁর আরও অভিযোগ, কেজরীবাল মেডিক্যাল টেস্ট না করে একটানা মিছিল করেছেন। এর মানে তিনি অসুস্থ নন। আবার অরবিন্দ কেজরীবাল মূলত সুপ্রিম কোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। তাহলে এই জামিনের মেয়াদ কীভাবে রাউজ অ্যাভিনিউ কোর্টে করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন সলিসিটার জেনারেল। যদিও এব্যাপারে কেজরীবালের শারীরিক অসুস্থতা সম্পর্কিত নথি তুলে ধরেন তাঁর আইনজীবী। দু-পক্ষের দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে কেজরীবালের জামিনের আবেদনের রায়দান স্থগিত রাখলেন বিচারক। ফলে রবিবারই তিহার জেলে ফিরতে হবে কেজরীবালকে।