Delhi Earthquake: ফের ভূমিকম্প দিল্লিতে, কাঁপল নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদও

নয়া দিল্লি: রবিবার বিকাল ৪টে নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি রাজধানী এলাকা এবং সংলগ্ন অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। বিকেল ৪টে বেজে ৮ মিনিটে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার পূর্বর এক জায়গায়, মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়। দিল্লি রাজধানী এলাকা সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। রবিবার, সকালে আফগানিস্তানের হেরাত প্রদেশেও ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর আগে ৩ অক্টোবর একই ধরণের ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং আশপাশের এলাকা।

Delhi Earthquake: ফের ভূমিকম্প দিল্লিতে, কাঁপল নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদও
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Oct 15, 2023 | 4:57 PM

নয়া দিল্লি: রবিবার বিকাল ৪টে নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি রাজধানী এলাকা এবং সংলগ্ন অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। বিকেল ৪টে বেজে ৮ মিনিটে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার পূর্বর এক জায়গায়, মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়। দিল্লি রাজধানী এলাকা সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। রবিবার, সকালে আফগানিস্তানের হেরাত প্রদেশেও ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর আগে ৩ অক্টোবর একই ধরণের ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং আশপাশের এলাকা।

এদিন রবিবার হওয়ায়, দিল্লি রাজধানী এলাকার অধিকাংশ অফিসই বন্ধ ছিল। তবে, ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায়, ছুটির দিনে ঘরে থাকা মানুষদের। অনেকেই দৌড়ে বাড়ির নীচে নেমে আসেন। তবে, দিল্লিতে ঘন ঘন ভূমিকম্প হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মিমও তৈরি হয়েছে।

এর আগে ৩ অক্টোবর একই ধরণের ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং আশপাশের এলাকা। পশ্চিম নেপালে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যার প্রভাব পড়েছিল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।

রবিবার, হরিয়ানার ভূমিকম্প হওয়ার আগে, আফগানিস্তানে হেরাতের প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে আরও একটি শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। ২০ মিনিট পর, ৫.৪ মাত্রার আরও একটি আফটারশক হয়। এক সপ্তাহ আগেই আফগানিস্তানে ওই একই জায়গায় আরও একটি ৬.৩ মাত্রার ভূমিকম্প হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছিল। হেরাতের একের পর এক গ্রাম মাটিতে মিশে গিয়েছে। সেই ঘা শুকোতে না শুকোতেই রবিবার ফের ভূমিকম্পের কবলে পড়েছে তালিবান শাসনাধীনে থাকা দেশটি।