Delhi Mayor Election: বুধেই দিল্লির মেয়র নির্বাচন, আপ-এর প্রস্তাবে সিলমোহর উপ-রাজ্যপালের

দিল্লি পুরসভার মেয়র নির্বাচনের পাশাপাশি ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির সদস্যের নির্বাচনের দিনও ঘোষণা করেছেন উপ-রাজ্যপাল।

Delhi Mayor Election: বুধেই দিল্লির মেয়র নির্বাচন, আপ-এর প্রস্তাবে সিলমোহর উপ-রাজ্যপালের
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 6:22 PM

নয়া দিল্লি: সুপ্রিম-রায়ের পরই দিল্লি মেয়র নির্বাচনের দিন ঘোষিত হল। আগামী ২২ ফেব্রুয়ারি, বুধবার দিল্লি পুরসভার মেয়র নির্বাচন হবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি.কে সাক্সেনা। শনিবারই এই অনুমোদন দিয়েছেন তিনি। দিল্লি পুরসভার মেয়র নির্বাচনের পাশাপাশি ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির সদস্যের নির্বাচনের দিনও ঘোষণা করেছেন তিনি।

এদিন দিল্লির মেয়র নির্বাচন নিয়ে উপ-রাজ্যপালের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি, বুধবার বেলা ১১টায় এমসিডি সদনে দিল্লি পুরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সেখানেই ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দিল্লি পুরভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টি। কিন্তু, আপ জয়ী হলেও দিল্লির মেয়র নির্বাচন নিয়ে জটিলতা বাধে। তিনবার মেয়র নির্বাচনের দিন স্থির হলেও আপ ও বিজেপির কর্মীদের মধ্যে গণ্ডগোলের জেরে সেই নির্বাচন হয়নি। আম আদমি পার্টির অভিযোগ, এক বিজেপি নেতাকে মেয়র পদে নির্বাচিত করে পুরসভা দখল করার চেষ্টা করছে গেরুয়া শিবির। বড় সংখ্যক ভোটে আপ জয়ী হলেও উপ-রাজ্যপালের মনোনীত সদস্যরা মেয়র নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছেন। এমনকি বিজেপি নেতারাও মেয়র ভোটে অংশ নিতে যান বলে আপ সুপ্রিমোর অভিযোগ। মেয়র নির্বাচনের পাশাপাশি ডেপুটি মেয়র ও স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন প্রক্রিয়াও থমকে যায়। শেষ পর্যন্ত জটিলতা কাটাতে জল গড়ায় সুপ্রিম কোর্টে। তারপর শুক্রবার আপ-এর পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত। উপ-রাজ্যপালের মনোনীত সদস্যরা মেয়র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এটা গণতন্ত্রের জয় বলে আখ্যা দেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

এরপর মেয়র নির্বাচনে আর দেরি করতে নারাজ আপ সুপ্রিমো। তাই শীর্ষ আদালতের রায়ের পরদিনই আপ-এর তরফে মেয়র নির্বাচনের দিন প্রস্তাব করা হয়। অবশেষে বিবাদ সরিয়ে আপ-এর সিদ্ধান্তে সিলমোহর দিলেন উপ-রাজ্যপাল ভি.কে সাক্সেনা।