Delhi Murder Case: ১০ তারিখে গোয়া যাওয়ার প্ল্যান ছিল, জানতে পারে সেদিনই লিভ-ইন সঙ্গীর বিয়ে! রাতে দেখা করতে যাওয়াই কাল হল নিকির
Delhi Murder Case: গত ১০ ফেব্রুয়ারি সাহিল ও নিকির গোয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। যাবতীয় বুকিংও হয়ে গিয়েছিল। কিন্তু এরপরই নিকি জানতে পারে যে সাহিলের অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে। এই বিষয় নিয়ে দুইজনের মধ্যে তুমুল বচসাও হয়।
নয়া দিল্লি: মেয়ে লিভ-ইন সম্পর্কে রয়েছে, সে কথা ঘুণাক্ষরেও জানতে পারেননি। এমনকী মেয়ের সম্পর্ক বা প্রেমিকের বিষয়েও কিছুই জানতেন না মৃতা নিকি যাদবের বাবা। বুধবার তিনি জানান, পুলিশের মাধ্যমেই তিনি জানতে পারেন যে মেয়ে খুন হয়েছে। একটি ধাবার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। মঙ্গলবারই চাঞ্চল্যকর এক খুনের ঘটনা প্রকাশ্যে আসে। দিল্লির শ্রদ্ধা কাণ্ডের মতোই নিকি যাদব নামক এক যুবতীকে খুন করে তাঁর লিভ-ইই সঙ্গী সাহিল গেহলট। খুন করার পর তাঁর দেহ একটি ধাবার ফ্রিজে ভরে রেখে আসে। এরপর বাড়ি ফিরে ওই দিনই অন্য এক যুবতীকে গ্রেফতার করে অভিযুক্ত যুবক। মঙ্গলবারই অভিযুক্ত সাহিলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
এ দিন সকালেই নিহত যুবতীর বাবা জানান, দিল্লি পুলিশের তরফে তাঁকে যোগাযোগ করা হয় এবং মেয়ের দেহ উদ্ধারের কথা জানানো হয়। এরপরই তিনি জানতে পারেন যে মেয়ে খুন হয়েছে। নিকি যে মেয়ের সম্পর্কে ছিল, সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পুলিশের তরফে যোগাযোগ করার পরই তিনি গোটা বিষয়টি সম্পর্কে জানতে পারেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি সাহিল ও নিকির গোয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। যাবতীয় বুকিংও হয়ে গিয়েছিল। কিন্তু এরপরই নিকি জানতে পারে যে সাহিলের অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে। এই বিষয় নিয়ে দুইজনের মধ্যে তুমুল বচসাও হয়। খুন হওয়ার আগেরদিন অর্থাৎ ৮ তারিখ গোয়া যাওয়ার প্ল্যান বাতিল করে নিকি।
গত ৯ ফেব্রুয়ারি রাতে নিকিকে দেখা করার জন্য ডাকে সাহিল। দেখা করতে গেলে, গাড়িতেই নিকির গলায় ডেটা কেবল পেঁচিয়ে খুন করে। এরপরে তাঁর দেহ নিয়ে গিয়ে দিল্লির নজফগড়ের মিত্রাও গ্রামের বাইরে একটি ধাবার ফ্রিজে ভরে রাখে।
মঙ্গলবার ওই ধাবা থেকে নিকির দেহ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় লিভ-ইন সঙ্গী সাহিলকে। জেরায় জানা যায়, ২০১৮ সালে নিকি যাদবের পরিচয় হয় অভিযুক্ত সাহিলের। দুইজনে দিল্লির উত্তম নগর এলাকার একটি কোচিং সেন্টারে একসঙ্গে পড়ত। সেখান থেকেই প্রেম, লিভ-ইন সম্পর্কে গড়ায়। এদিকে, সাহিলের বাড়ি থেকে চাপ দেওয়া হয় অন্য এক যুবতীর সঙ্গে বিয়ের জন্য। গত ৯ ফেব্রুয়ারি তাঁর বাগদান হয় এবং ১০ ফেব্রুয়ারি বিয়ে হয়। ৯ ফেব্রুয়ারির রাতেই নিকিকে খুন করে সাহিল। এর কয়েক ঘণ্টা পরে অন্য যুবতীকে বিয়ে করে অভিযুক্ত।