Delhi Air Pollution: ‘অতি খারাপ’ পর্যায়েই দিল্লির বাতাস, দূষণ রুখতে হরিয়ানাতেও চালু ‘জোড়-বিজোড়ে’র নিয়ম
Strict Measures to Control Air Pollution: সুপ্রিম কোর্টের ধমক ও কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের নির্দেশিকা পাওয়ার পরই হরিয়ানায় গাড়ি ব্য়বহারে জোড়-বিজোড় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
নয়া দিল্লি: ‘বিপজ্জনক’ না হলেও, বৃহস্পতিবার সকালেও ‘অতি খারাপ’ (Very Poor) পর্যায়েই রইল দিল্লির বাতাস। এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ দিল্লি(Delhi)-তে বাতাসের গুণমান (Air Quality Index) ছিল ৩৬২। ইতিমধ্যেই দিল্লি ও সংলগ্ন রাজ্য়গুলিতে শীতের শুরু হয়ে যাওয়ায় আগামী রবিবার অবধি বাতাসের গুণমানে উন্নতির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার অবধি ‘বিপজ্জনক’ (Severe) পর্যায়েই ছিল দিল্লির বাতাসের গুণমান। শীতের কারণে বাতাসের চলাচলও কম হওয়ায় দূষিত বায়ুকণা ভূপৃষ্ঠের কাছাকাছিই অবস্থান করছে, ফলে দূষণের (Air Pollution) মাত্রাও আরও বৃদ্ধি পাচ্ছে। আগামী রবিবার অবধি আবহাওয়া একই থাকায় দূষণ থেকেও মুক্তি মিলবে না। তবে এরপর থেকে উত্তরের হিমেল বাতাস প্রবেশ করায় বাতাসের গুণমানে কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে, সুপ্রিম কোর্টের ধমক ও কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের নির্দেশিকা পাওয়ার পরই হরিয়ানায় গাড়ি ব্য়বহারে জোড়-বিজোড় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি জানান, দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের তরফে একটি ইঞ্জিনিয়ারের কমিটি তৈরি করা হয়েছে। এছাড়াও গুরুগ্রাম পুরসভাকেও দূষণ নিয়ন্ত্রণে আনতে বিকল্প পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, রাজ্যের থার্মাল প্ল্যান্টগুলিও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার রাতেই কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের (Commission For Air Quality Management) তরফে বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা জারি করা হয়। এরমধ্যে অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ বন্ধ, সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ দেওয়া, ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা সহ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি ছাড়াও হরিয়ানা (Haryana), রাজস্থান (Rajasthan) ও উত্তর প্রদেশ (Uttar Pradesh) সরকারকেও এই নির্দেশগুলি মানতে হবে বলে জানানো হয়েছে। উল্লেখিত প্রত্যেকটি রাজ্য সরকারকে আগামী ২২ নভেম্বরের মধ্যে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলিতে আগামী ২১ নভেম্বর অবধি সমস্ত ধরনের নির্মাণকাজে স্থগিতাদেশ জারি করা হয়েছে। তবে এক্ষেত্রে, রেল পরিষেবা বা স্টেশন তৈরির কাজ, মেট্রো রেল কর্পোরেশনের কাজ, বিমানবন্দর ও আন্তঃরাজ্য বাস টার্মিনাস তৈরি এবং জাতীয় সুরক্ষা বা প্রতিরক্ষা বিষয়ক কোনও প্রকল্পের কাজে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া দিল্লির সীমানার ৩০০ কিলোমিটারের মধ্যে যে ১১টি বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট রয়েছে, তাদের মধ্যে ৬টি প্ল্যান্ট আপাতত দূষণ নিয়ন্ত্রণে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি আগামী ৩০ নভেম্বর অবধি বন্ধ থাকবে।
গতকাল রাত থেকেই দিল্লি-গুরুগ্রাম সীমানায় তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সমস্ত ট্রাককেই সীমানায় আটকে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।