পুরসভার প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এই সপ্তাহের সোমবার অবধি মোট ১০০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দিল্লিতে। তবে চিকিৎসকদের মতে, আসল সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি। বিগত দুই বছরে তারা এত সংখ্যক মানুষকে ডেঙ্গু আক্রান্ত হতে দেখেননি বলেই জানিয়েছেন। এবার অধিকাংশ রোগীরই আবার গুরুতর উপসর্গ দেখা দিয়েছে। জ্বর, পেট ব্যাথার পাশাপাশি লিভারের সমস্যাও দেখা যাচ্ছে অনেক রোগীর। মনে করা হচ্ছে, ডেঙ্গুর টাইপ-২ স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন অধিকাংশ বাসিন্দা।

আরও পড়ুন: Tripura: মসজিদ ভাঙচুরের ভুয়ো ছবি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ত্রিপুরা পুলিশের