খাবার দিতে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত ধাবা মালিকের ছেলে

ধর্ষিতা মহিলা পেশায় একজন চিকিৎসক (Doctor)। বয়স ৩২ বছর। তিনি এক হাসপাতালে চাকরি করেন। ঘটনার জেরে নিন্দা প্রকাশ করেছে স্থানীয় ডাক্তার মহল।

খাবার দিতে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত ধাবা মালিকের ছেলে
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jul 02, 2021 | 12:31 AM

ভুবনেশ্বর: খাবার ডেলিভারি দিতে গিয়ে ধর্ষণ ধাবা (Dhaba) মালিকের ছেলের। মহিলা ডাক্তারকে খাবার দিতে গিয়ে ধর্ষণ। ওড়িশার (Odisha) আঙ্গুল জেলার ঘটনা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এলাকার পরিচিত ধাবা থেকে খাবার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। এখানে এক যুবক রাতের খাবার খেয়ে বোনের জন্য খাবর অর্ডার দিয়েছিল।

অর্ডার পেয়ে তাদের বাড়িতে খাবার নিয়ে যায় ধাবা মালিকের ছেলে। বাড়িতে এক মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ছেন্দিপাডা থানায় ধর্ষিতা এবং তার ভাই অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের নাম সুকান্ত বেহরা। বয়স ৩৫ বছর তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ধর্ষিতা মহিলা পেশায় একজন চিকিৎসক। বয়স ৩২ বছর। তিনি এক হাসপাতালে চাকরি করেন। একই ফ্ল্যাটে ভাই-বোন বসবাস করেন। ঘটনার জেরে নিন্দা প্রকাশ করেছে স্থানীয় ডাক্তার মহল। ইতিমধ্যেই ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণ হলে কড়া শান্তি হবে সুকান্ত বেহরার।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের চারজন মৃত