সম্প্রসারিত মন্ত্রিসভায় কাদের জায়গা দেবেন নমো? ঘুরপাক খাচ্ছে যে নামগুলি…
PM Modi Cabinet Expansion: নতুন মন্ত্রিসভায় কে কে জায়গা পেতে পারেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন নামগুলি ঘুরপাক খাচ্ছে রাজধানীর অলিন্দে।
নয়া দিল্লি: সামনের বছর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। একবার সেই ভোট মিটে গেলেই পরিস্থিতি বুঝে আগামী লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দেবে বিজেপি। তবে তার আগে ভোট রয়েছে আরও কয়েকটি রাজ্যে। সবমিলিয়ে আটঘাট বেঁধেই নামতে চাইছে বিজেপি। ঠিক সেই কারণে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রথমবার নিজের মন্ত্রিসভা সম্প্রসারিত করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় কে কে জায়গা পেতে পারেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন নামগুলি ঘুরপাক খাচ্ছে রাজধানীর অলিন্দে।
জল্পনার তালিকা সবার প্রথমেই নাম রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। তাঁর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগজান গত বছর মধ্য প্রদেশ দখল করতে সাহায্য করেছিল বিজেপিকে। তারপর থেকে রাজ্যসভায় একটি আসন ছাড়া উল্লেখযোগ্য কিছু পাননি তিনি। ফলে জ্যোতিরাদিত্যর নামই রয়েছে সবার উপরে। দ্বিতীয় স্থানেই শোনা যাচ্ছে সর্বানন্দ সোনোয়ালের নাম। যাঁর আত্মত্যাগের কারণেই অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন হিমন্ত বিশ্বশর্মা। সোনোয়ালকেও ‘রিটার্ন গিফট’ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।
রামবিলাস পাসোয়ানের মৃত্যুতে একটি পূর্ণমন্ত্রক খালি হয়েছে নমোর মন্ত্রিসভায়। সেই জায়গায় রামবিলাসের ভাই তথা চিরাগ পাসোয়ানের কাকা পশুপতি পারস জায়গা পেতে পারেন। অন্যদিকে, ২০১৯ সালে পছন্দসই গুরুত্ব না মেলায় মন্ত্রিসভায় থাকতে চায়নি এনডিএ শরিক তথা নীতীশের দল জেডিইউ। এ বার কী হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, কমপক্ষে দুটো মন্ত্রকের দাবি রয়েছে নীতীশের। এর পাশাপাশি আগামী বছর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন থাকায় সেখান থেকেও বরুণ গান্ধী এবং এনডিএ শরিক আপনা দলের অনুপ্রিয়া পটেলের নাম জল্পনায় রয়েছে।
আরও পড়ুন: নারদ মামলার মাঝে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে ‘বৈঠক’ কেন শুভেন্দুর? গ্রেফতারি চায় তৃণমূল
পশ্চিমবঙ্গ থেকেও কয়েকজন সাংসদের নাম ঘুরপাক খাচ্ছে যারা মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। বাংলা থেকে অবশ্য সংখ্যাটা ১ হবে না ২, এই নিয়ে বেশ জল্পনা রয়েছে। তবে মনে রাখতে হবে, ২০১৯ সালে ১৮ টি আসন পাওয়ার পরও একজনও পূর্ণমন্ত্রী পায়নি বাংলা। শুধুমাত্র বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। এ বার মন্ত্রিসভায় সুযোগ মেলার সম্ভাবনা রয়েছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। এর পাশাপাশি বনাগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের নাম রয়েছে সম্ভাব্যের তালিকায়।
আরও পড়ুন: বিহারের থেকেও বরাদ্দ কম বাংলার, জুলাইতে রাজ্যগুলিকে ১২ কোটি ভ্যাকসিন দেবে কেন্দ্র