Kalyan Banerjee video: ‘রিল’ ভিডিয়োয় ফাঁস অহঙ্কারীদের নীচ মানসিকতা: ধর্মেন্দ্র প্রধান

Dharmendra Pradhan on Kalyan Banerjee's video: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়ো নিয়ে বিতর্ক তুঙ্গে। এই ঘটনার প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের দলগুলিকে আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান। বিরোধী দলগুলির অবস্থা এখন 'চোর মাচায়ে শোর', অর্থাৎ চোরের মায়ের বড় গলার মতো বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Kalyan Banerjee video: 'রিল' ভিডিয়োয় ফাঁস অহঙ্কারীদের নীচ মানসিকতা: ধর্মেন্দ্র প্রধান
রাহুল-কল্যাণের তীব্র নিন্দা ধর্মেন্দ্র প্রধানেরImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 6:55 PM

নয়া দিল্লি: সংসদের বাইরে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ভেঙানো নিয়ে বিতর্ক তুঙ্গে। এদিন সংসদের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু অঙ্গভঙ্গি করে জগদীপ ধনখড়ের নকল করে দেখান। যা দেখে হাসিতে ফেটে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মতো বিশিষ্ট নেতা-সহ সেখানে উপস্থিত বিরোধী সাংসদরা। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আবার কল্যাণের ওই ভেঙানোর ভিডিয়ো রেকর্ড করতে দেখা যায়। যা নিয়ে রাজ্যসভায় উষ্মা প্রকাশ করেন খোদ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এবার এই ঘটনার প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের দলগুলিকে আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধর্মেন্দ্র প্রধান ওই ঘটনার একটি ভিডিয়ো ক্লিপ প্রকাশ করেছেন। ভিডিয়োটিকে ‘রিল ভিডিয়ো’ বলে কটাক্ষ করে তিনি বলেছেন, এই ভিডিয়ো গোটা দেশের সামনে অহঙ্কারী জোটের সাংসদদের নীচ মানসিকতার আসল ছবি ফাঁস করে দিয়েছে। বিরোধী দলগুলির অবস্থা এখন ‘চোর মাচায়ে শোর’, অর্থাৎ, চোরের মায়ের বড় গলার মতো বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেছেন, কেন কিছু সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তা এই ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেছেন, “এত জঘন্য কাজ করতে গিয়ে তারা বিন্দুমাত্র লজ্জাবোধ করেনি। বরং প্রেমের স্বঘোষিত ঠিকাদাররাও এই নীচ রিল ভিডিয়ো তৈরিতে ব্যস্ত। অহংকারী জোটের দলগুলির মধ্যে কে কত নীচে নামবে, তার প্রতিযোগিতা চলছে। যিনি নিজেকে যত বেশি নীচে নামাতে পারবেন, সম্ভবত এই অহংকারী জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর সম্ভাবনা তত বেশি হবে।”

ধর্মেন্দ্র প্রধান আরও দাবি করেছেন, গণতন্ত্রের নামে বারবার সংসদকে অচল করে রাখেন বিরোধী সাংসদরা। তাদের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতীকগুলির প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, “ক্ষমতায় থাকলে তারা গণতন্ত্রকে তাদের দাস বলে মনে করে। যখন তারা ক্ষমতায় থাকে না, তখন গণতন্ত্রের বদনাম করা শুরু করে। দেশ তাদের এই দ্বৈত চরিত্র ধরে ফেলেছে।” এই খারাপ কাজের জন্য আসন্ন লোকসভায় কংগ্রেস ও ইন্ডিয়া জোটের দলগুলি আসন সংখ্যা দুই অঙ্কে নেমে আসবে বলে দাবি করেছেন তিনি।

এদিন, বিজেপি দলের পক্ষ থেকেও এই ঘটনা নিয়ে বিরোধীদের নিন্দা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম এক্সে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, “দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যানকে সংসদ ভবন চত্বরে রাহুল গান্ধী এবং অহংকারী জোটের সদস্যরা অপমান করেছে। এটা লজ্জাজনক।”