Pilot Rules: হিন্দু হোক বা মুসলিম, পাইলটরা রাখতে পারেন না দাড়ি, কেন জানেন?
Airlines: পোশাক থেকে প্রসাধন, এই নিয়মগুলি সম্পর্কে অনেকেই কমবেশি জানলেও, এমনও কিছু নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না। এমনই একটি নিয়ম হল, বিমানের পাইলটরা লম্বা দাড়ি রাখতে পারেন না। এর পিছনে কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ কারণ।
কলকাতা: বিমান যাত্রা সকলের জন্যই রোমাঞ্চকর, তবে বিমান যাত্রা শুধু রোমাঞ্চকরই নয়, বেশ ভয়েরও। মাঝ আকাশে হঠাৎ কোনও বিপদ ঘটতেই পারে। সেই কারণে বিমানে যাত্রী স্বাচ্ছন্দ্যের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় যাত্রী সুরক্ষায়। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলির বিভিন্ন নিয়মও থাকে, যা পাইলট থেকে এয়ার হোস্টেস বা ক্রু-রা অক্ষরে অক্ষরে মানতে বাধ্য। পোশাক থেকে প্রসাধন, এই নিয়মগুলি সম্পর্কে অনেকেই কমবেশি জানলেও, এমনও কিছু নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না। এমনই একটি নিয়ম হল, বিমানের পাইলটরা লম্বা দাড়ি রাখতে পারেন না। এর পিছনে কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ কারণ।
এমন নয় যে পাইলটদের দাড়ি থাকতে পারে না। বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন নিয়ম রয়েছে। তবে বেশিরভাগ এয়ারলাইন্সই পাইলটদের ক্লিন শেভ থাকতে বলে। কিন্তু একজন পাইলট কখনও সিনেমার হিরোদের মতো লম্বা স্টাইলিশ দাড়ি রাখতে পারেন না। এর পিছনে কারণ হল যাত্রী নিরাপত্তা।
ভাবছেন দাড়ির সঙ্গে যাত্রীদের নিরাপত্তার কী সম্পর্ক? আসলে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছনোর পর বিমানে অক্সিজেন কমে যায়। বিমানের ভিতরের বাতাসের চাপ, বাইরের চাপের চেয়ে বেশি হয়। কিন্তু বেশি উচ্চতায় যাওয়ার পর কেবিনের ভিতরে বাতাসের চাপ কমতে শুরু করে। হঠাৎ করে যদি বিমানে বাতাসের চাপ কমে যায়, তখন যাত্রীসহ সমস্ত বিমানের সকল কর্মীদের অক্সিজেন মাস্ক পরতে হয়।
এক্ষেত্রে পাইলটকেও অক্সিজেন মাস্ক পরতে হয়। এবার পাইলটের যদি লম্বা দাড়ি হয়, তবে তাড়াতাড়ি তাঁর মাস্ক পরতে সমস্যা হবে। মাস্ক পরলেও, তা মুখে সঠিকভাবে ফিট হবে না। এই অবস্থায় অক্সিজেনের অভাবে পাইলটের মৃত্যুও হতে পারে। পাইলটের জীবন বিপন্ন হলে সব যাত্রীর জীবন বিপন্ন হয়ে পড়ে। তাই পাইলটরা কখনও লম্বা দাড়ি রাখতে পারেন না।