Drug Recover: কেরলের উপকূলে উদ্ধার ১২ হাজার কোটি টাকার মাদক! গ্রেফতার এক পাকিস্তানি নাগরিক
এখনও অবধি দেশে যত মেথামফেটামাইন উদ্ধার হয়েছে, শনিবারের এই উদ্ধার হল তার মধ্যে সর্বোচ্চ। এনসিবি সূত্রে জানা গিয়েছে, শনিবার কেরলের উপকূলে ভারতীয় জলসীমা থেকে ৩ হাজার ২০০ কেজি মেথামফেটামাইন, ৫০০ কেজি হেরোইন এবং ৫২৯ কেজি চরস উদ্ধার হয়েছে।
কেরল: বিপুল পরিমাণ মাদক পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় নৌসেনা ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কেরলেরর উপকূলে ভারতীয় জলসীমা থেকে একটি ভেসেলকে আটক করা হয়। সেই নৌকা থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। যে মাদকের বাজারমূল্য ১২ হাজার কোটি টাকা। শনিবার এই মাদক উদ্ধার করা হয়েছে। ওই নৌকা থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াই হাজার কিলোগ্রাম মেথামফেটামাইন। যা মেথ নামেও পরিচিত। এ ছাড়াও হেরোইন ও চরস উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই পাচারে যুক্ত থাকার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারাল (অপারেশন) সঞ্জয় কুমার সিং সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে পাচার করা হচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক। জলপথের মাধ্যমে এই পাচার রুখতে ‘অপারেশন সমুদ্রগুপ্ত’ চালানো হয়েছিল তাতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক।
এখনও অবধি দেশে যত মেথামফেটামাইন উদ্ধার হয়েছে, শনিবারের এই উদ্ধার হল তার মধ্যে সর্বোচ্চ। এনসিবি সূত্রে জানা গিয়েছে, শনিবার কেরলের উপকূলে ভারতীয় জলসীমা থেকে ৩ হাজার ২০০ কেজি মেথামফেটামাইন, ৫০০ কেজি হেরোইন এবং ৫২৯ কেজি চরস উদ্ধার হয়েছে।
গত কয়েক বছর ধরেই উপকূল দিয়ে মাদক পাচারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এনসিবি ও ভারতীয় নৌ বাহিনীর যৌথ বাহিনী ৫২৯ কেজি মেথামফেটামাইন, ১৩ কেজি হেরোইন উদ্ধার করেছিল। গুজরাট উপকূল থেকে উদ্ধার হয় ওই মাদক। আফগানিস্তান ও পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ থেকে তা আনা হচ্ছিল বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে। ২০২২ সালের অক্টোবরে কেরলে উপকূল থেকে উচ্চ মানের হেরোইন উদ্ধার হয়েছিল ২০০ কেজিরও বেশি। ইরানিয়ান বোট থেকে তা উদ্ধার হয়েছিল। আফগানিস্তান থেকেই ওই মাদক আনা হচ্ছিল বলে জানা গিয়েছে।