Earthquake in Gujrat: একই দিনে পরপর দুবার ভূমিকম্পে কাঁপল দেশ

Earthquake: সকালে অসমের তেজপুরের পর এবার কেঁপে উঠল গুজরাটের দ্বারকা। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

| Edited By: | Updated on: Nov 04, 2021 | 5:58 PM
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। ফাইল চিত্র।

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। ফাইল চিত্র।

1 / 4
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫। বিকেল ৩ টে ১৫ মিনিটে সেই সেই কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এর আগে বৃহস্পতিবার সকালে ভূমিকম্প হয় অসমের তেজপুরে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৭। সকাল ১০ টা ১৯ মিনিটে সেই কম্পন বুঝতে পারেন এলাকার বাসিন্দারা। উৎসস্থলের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫। বিকেল ৩ টে ১৫ মিনিটে সেই সেই কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এর আগে বৃহস্পতিবার সকালে ভূমিকম্প হয় অসমের তেজপুরে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৭। সকাল ১০ টা ১৯ মিনিটে সেই কম্পন বুঝতে পারেন এলাকার বাসিন্দারা। উৎসস্থলের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার।

2 / 4
গুজরাট বরাবরই ভূমিকম্প প্রবণ। ২০০১ এর গুজরাটের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভূজের সেই ভূমিকম্প দেশের বিধ্বংসী ভূমিকম্পগুলির মধ্যে একটা। ২০০১ সালের ২৬ জানুয়ারী ভারতের ৫২তম দেশের প্রজাতন্ত্র দিবসের দিন, সকাল ০৮ টা ৪৬ মিনিটে সেই ভূমিকম্প হয়।

গুজরাট বরাবরই ভূমিকম্প প্রবণ। ২০০১ এর গুজরাটের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভূজের সেই ভূমিকম্প দেশের বিধ্বংসী ভূমিকম্পগুলির মধ্যে একটা। ২০০১ সালের ২৬ জানুয়ারী ভারতের ৫২তম দেশের প্রজাতন্ত্র দিবসের দিন, সকাল ০৮ টা ৪৬ মিনিটে সেই ভূমিকম্প হয়।

3 / 4
ভূমিকম্পের উৎসস্থল ছিল গুজরাটে কচ্ছ জেলার ভচাউ তালুকের চৌবারি গ্রাম থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পে ১৩,৮০৫ থেকে ২০,০২৩ জন মানুষের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্ব পাকিস্তানেও ১৮ জনের মৃত্যু হয় সেই কম্পনে। আরও অন্তত ১৬৭,০০০ জন আহত হন এবং প্রায় ৩৪০,০০০ টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল গুজরাটে কচ্ছ জেলার ভচাউ তালুকের চৌবারি গ্রাম থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পে ১৩,৮০৫ থেকে ২০,০২৩ জন মানুষের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্ব পাকিস্তানেও ১৮ জনের মৃত্যু হয় সেই কম্পনে। আরও অন্তত ১৬৭,০০০ জন আহত হন এবং প্রায় ৩৪০,০০০ টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়।

4 / 4
Follow Us: