Ballygunj Money Recovery: কতদূর ছড়িয়ে শিকড়? উত্তর খুঁজতে জিট্টাভাইকে দিল্লিতে তলব ইডির

ED: বুধবার বেলা ১১টায় মনজিৎ সিং গ্রেওয়ালকে দিল্লির প্রবর্তন ভবনে হাজির থাকতে নির্দেশ দিয়েছে ইডি।

Ballygunj Money Recovery: কতদূর ছড়িয়ে শিকড়? উত্তর খুঁজতে জিট্টাভাইকে দিল্লিতে তলব ইডির
মনজিৎ সিং গ্রেওয়াল
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 10:58 AM

কলকাতা ও নয়া দিল্লি: বালিগঞ্জের টাকা উদ্ধারের ঘটনায় শিকড় আদতে কতদূর ছড়িয়ে? উত্তর খুঁজতে ধাবা ও অতিথিশালার মালিক মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। বুধবার বেলা ১১টায় মনজিৎ সিং গ্রেওয়ালকে দিল্লির প্রবর্তন ভবনে হাজির থাকতে নির্দেশ দিয়েছে ইডি। শেয়ার প্রতারণা থেকে শুরু করে আয়কর না জমা দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। এর পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, কয়লা পাচারের টাকা এই কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সব সূত্র ধরেই এবার মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডির গোয়েন্দারা।

বালিগঞ্জে ইডির হানায় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। গত ৮ ফেব্রুয়ারি বালিগঞ্জে প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানোর পর ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে একটি ডেস্কটপ ও বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরবর্তীতে ইডির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বালিগঞ্জের ওই ধাবা মালিক মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইয়ের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছিল। এক প্রভাবশালী রাজনৈতিক নেতা সেই চেষ্টা করেছিলেন। এরপর থেকেই জিট্টাভাই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি।

এরই মধ্যে মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে বেশ কিছু ছবিও প্রকাশ হয়েছে রাজনীতিকদের। শুভেন্দু অধিকারী টুইট করে একাধিক ছবি প্রকাশ করেছেন। সেখানে কোনও ছবিতে এক ফ্রেমে দেখা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কোনওটিতে দেখা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা ছবিও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আবার ওই ব্যবসায়ীর সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছিল শুভেন্দু অধিকারীকে। সম্প্রতি আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে আবার দেখা যাচ্ছে, ‘নো ভোট টু বিজেপি’ প্রচার কর্মসূচিতে রয়েছেন মনজিৎ সিং গ্রেওয়াল।