Train Accident: লাইন থেকে ছিটকে গেল ৬টি বগি, সাতসকালেই দুর্ঘটনার মুখে গোদাবরী এক্সপ্রেস
Train Accident: বিবিনগর থেকে ঘাটকেসার যাওয়ার মাঝে দুর্ঘটনাটি ঘটে।
হায়দরাবাদ: সাতসকালে দুর্ঘটনার কবলে গোদাবরী এক্সপ্রেস(Godavari Express)। বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে লাইনচ্যুত হল ট্রেন(train Accident)। বুধবার ভোরে দুর্ঘটনার মুখে পড়ে গোদবরী এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ৬টি বগি। জানা গিয়েছে, তেলঙ্গানার বিবিনগর থেকে ঘাটকেসার যাওয়ার মাঝে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। বগি থেকে সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ভোরের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলও ব্যাহত হয়য ঘণ্টাখানেক পরে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বুধবার ভোরে ভয়ঙ্কর শব্দে ঘুম ভাঙে গোদাবরী এক্সপ্রেসের যাত্রীদের। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ট্রেন। যাত্রীরা উকি মেরে দেখেন, লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের ৬টি বগি। বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদগামী গোদাবরী এক্সপ্রেস তেলঙ্গানার বিবিনগর থেকে ঘাটকেসার যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ছয়টি বগি।
Godavari Express – 12727 Derailed Between Bibinagar and Ghatkesar Stations..From its way to Hyderabad From Vishakapatnam. Coach – S1,S2,S3,S4,GS,SLR No Casualties Reported Passengers are sent in the same train by Detaching Derailed Coachespic.twitter.com/OJT0KhwwBO
— Tagore Shetty ♥️ (@TagoreSALAAR) February 15, 2023
রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে গোদাবরী এক্সপ্রেসের এস-১ থেকে এস-৪, জিএস ও এসএলআর কোচ লাইনচ্যুত হয়ে যায়। তবে দুর্ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলি থেকে যাত্রীদের সুরক্ষিতভাবেই উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে হঠাৎ লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের বগিগুলি, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন রেলের আধিকারিকরা। তারা দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছেন। রেলের তরফে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরটি হল- ০৪০ ২৭৭৭৮৬৬৬৬।