Dharmendra Pradhan: ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে ৩ দিনের আমিরশাহি সফরে ‘মোদীর দূত’ ধর্মেন্দ্র প্রধান
Dharmendra Pradhan UAE visit: ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে, যখন গোটা বিশ্ব প্রায় দুই মেরুতে বিভক্ত, সেই সময় মোদী সরকারের প্রতিনিধি হিসেবে ধর্মেন্দ্র প্রধানের এই আমিরশাহি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর তিন দিনের সফর, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে যেমন জোরদার করবে, তেমনই ভারত হিংসা নয় গোটা বিশ্বের সকলের উন্নয়ন চায় - আরব দেশগুলির কাছে এই বার্তাও পৌঁছে দেবে।
আবু ধাবি: ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই, বুধবার (১ নভেম্বর), তিনদিনের সংযুক্ত আরব আমিরশাহি সফরে গেলেন কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সফরের প্রথমদিনই আবুধাবির বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন। ১ থেকে ৩ নভেম্বর তিনি আমিরশাহিতে থাকবেন। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে, যখন গোটা বিশ্ব প্রায় দুই মেরুতে বিভক্ত, সেই সময় মোদী সরকারের প্রতিনিধি হিসেবে ধর্মেন্দ্র প্রধানের এই আমিরশাহি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর তিন দিনের সফর, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে যেমন জোরদার করবে, তেমনই ভারত হিংসা নয় গোটা বিশ্বের সকলের উন্নয়ন চায় – আরব দেশগুলির কাছে এই বার্তাও পৌঁছে দেবে।
এদিন, সফরের প্রথম দিনে ‘৪২ আবুধাবি নামে’ একটি কোডিং স্কুল পরিদর্শন করেন ধর্মেন্দ্র প্রধান। তারপর, ইন্ডিয়া হাউসে ‘আবুধাবি ইন্ডিয়ান স্কুল’-এর শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতাও করতে দেখা গিয়েছে তাঁকে। দিনের পরবর্তী অংশ সংযুক্ত আরব আমিরশাহির শিক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী, সরকারি কর্তা ও শিক্ষাবিদদের সঙ্গে দেখা করার কথা তাঁর। এছাড়া, সেখানকার ভারতীয় সম্প্রদায় এবং বড় শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ধর্মেন্দ্র প্রধান। এছাড়া, ‘ইনস্টিটিউট অব এঞ্জিনিয়ারিং-দিল্লি’র আবুধাবির ক্যাম্পাস এবং ‘আবুধাবি স্কুল অব ডিসরাপ্টিভ লার্নিং’-ও ও পরিদর্শন করবেন তিনি। ভারতীয় দূতাবাসের অডিটোরিয়ামে, আমিরশাহির ওড়িয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গও আলাপ-আলোচনা করবেন শিক্ষামন্ত্রী।
Visited 42 Abu Dhabi, a coding school with deep focus on encouraging innovation, creativity and peer-to-peer learning through project-based and gamified curriculum.
A first-of-its-kind school in the GCC, @42AbuDhabi’s thrust on removing barriers to education for realising the… pic.twitter.com/HHw8rmR4pV
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 1, 2023
২ নভেম্বর, আবুধাবিতে আন্তর্জাতিক প্রযুক্তি ইকো সিস্টেম, ‘হাব৭১’ পরিদর্শন করবেন এবং ইএফএস ফেসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস গ্রুপের দুবাইয়ের কার্যালয়ে যাবেন। আমিরশাহির সিবিএসই বোর্ডের স্কুলগুলির অধ্যক্ষ, আইআইটি এবং আইআইএম-এর প্রাক্তন ছাত্রছাত্রী এবং দুবাইয়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ধর্মেন্দ্র প্রধান।
Pleased to interact with students of the Abu Dhabi Indian School. One of the largest schools in Abu Dhabi catering to the Indian community, ADIS is nurturing Indian students and instilling in them the culture, values and ethos of both India and the UAE.
These students are… pic.twitter.com/IdTMhu7CuB
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 1, 2023
স্পষ্টতই, এই সফরে ধর্মেন্দ্র প্রধানের লক্ষ্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি। শিক্ষা মন্ত্রক থেকে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির শিক্ষাগত এবং প্রযুক্তিগত প্রেক্ষাপটের এক সামগ্রিক ধারণা নিতে চান শিক্ষামন্ত্রী। এদিন আবুধাবি থেকে সংবাদ সংস্থা এএনআই-কে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “সংযুক্ত আরব আমিরশাহি-ভারত সম্পর্ক আজ অত্যন্ত ভাল জায়গায় আছে। বিশেষ করে শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে। আমরা এখানে একটি আইআইটি খুলছি। ইতিমধ্যেই ভারতের আরও অনেক বড় বিশ্ববিদ্যালয় এখানে এসেছে। অদূর ভবিষ্যতে আরও বিশ্ববিদ্যালয় আসতে পারে। ভারতের জাতীয় শিক্ষা বোর্ড, সিবিএসই-র ১০০টিরও বেশি স্কুল রয়েছে আমিরশাহিতে। আমরা শীগগিরই এখানে সিবিএসই-র একটি কার্যালয়ও খুলব।”