Jet Airways: ইডির কোপ, বাজেয়াপ্ত জেট এয়ারওয়েজের ৫৩৮ কোটি টাকার সম্পত্তি
Jet Airways' Properties Seized: 'জেট এয়ারওয়েজ লিমিটেড' সংস্থার ৫০০ কোটিরও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক তহবিল তছরুপের মামলায় এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। এর মধ্যে নরেশ গোয়েল, অনিতা গোয়েল এবং নিভান গোয়েলের বেশ কয়েকটি ফ্ল্যাট, বাংলো এবং বাণিজ্যিক ভবন রয়েছে।
নয়া দিল্লি: এক তহবিল তছরুপের মামলায়, ‘জেট এয়ারওয়েজ লিমিটেডে’র ৫০০ কোটিরও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০০২-এর তহবিল তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। এর মধ্যে রয়েছে ১৭টি আবাসিক ফ্ল্যাট, বাংলো এবং বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন। এগুলি লন্ডন, দুবাই এবং ভারতের কিছু রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে। জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল, তাঁর স্ত্রী অনিতা গোয়েল এবং তাঁদের ছেলে নিভান গোয়েল ছাড়াও, সংস্থার আরও কয়েকজন কর্মী এবং খোদ জেট এয়ারওয়েজ সংস্থার নামেই এই সম্পত্তিগুলি নিবন্ধিত ছিল।
ED has provisionally attached properties worth Rs 538.05 Crore under the provisions of PMLA, 2002 in the money laundering investigation against M/s Jet Airways (India) Limited (JIL). The attached properties include 17 residential flats/bungalows and commercial premises in the… pic.twitter.com/jJAOTaYG3o
— ED (@dir_ed) November 1, 2023
এদিন এক বিবৃতিতে ইডি বলেছে, “জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডের বিরুদ্ধে তহবিল তছরুপের তদন্তে, তহবিল তছরুপ প্রতিরোধ আইন, ২০০২-এর আওতায়, অস্থায়ীভাবে ৫৩৮.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।” জেট এয়ারওয়েজ সংস্থার বিরুদ্ধে লিখিতভাবে তহবিল তছরুপের অভিযোগ করেছিল কানাড়া ব্যাঙ্ক। জেটের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টরদের বিরুদ্ধে প্রতারণা, ফৌজদারি ষড়যন্ত্র, বিশ্বাস ভঙ্গ এবং অসদাচরণের অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করেছিল সিবিআই। তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে জানা যায়, এসবিআই এবং পিএনবি-র নেতৃত্বাদীন ব্যাঙ্কগুলির এক কনসোর্টিয়ামের দেওয়া ঋণের অর্থ, অন্যত্র সরিয়ে দিত জেট এয়ারওয়েজ।
এই মামলায় ১ সেপ্টেম্বর ইডি গ্রেফতার করেছিল জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা, ৭৪ বছরের নরেশ গোয়েলকে। মঙ্গলবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ের একটি বিশেষ পিএমএলএ আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। তিনি ছাড়া আরও পাঁচজনের নাম রয়েছে ইডির চার্জশিটে। বর্তমানে নরেশ গোয়েলকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। মুম্বইয়ে আর্থার রোড কারাগারে বন্দি আছেন তিনি।
এদিকে, ‘জালান কালরক কনসোর্টিয়াম’-কে, জেট এয়ারওয়েজ সংস্থার মালিকানা হস্তান্তর করার বিরুদ্ধে ‘ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল’ বা ‘এনসিএলএটি’-তে যে আবেদন করেছিল ঋণদাতা ব্যাঙ্কগুলি, তার শুনানি এদিন ৯ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে এনসিএলএটি। এদিন শুনানির সময়, ঋণদাতাদের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল বেঙ্কটরামন। আপিল ট্রাইব্যুনালকে তিনি জানান, ৭ নভেম্বর সুপ্রিম কোর্টেও মামলাটির শুনানি আছে। তাই, আপিল ট্রাইব্যুনালকে তিনি ৭ নভেম্বরের পর পর্যন্ত শুনানি স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। জেট এয়ারওয়েজের আআইনজীবী অবশ্য যুক্তি দিয়েছিলেন, দুই মামলার মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই। শেষ পর্যন্ত এনসিএলটি ৯ নভেম্বর পর্যন্ত শুনানি স্থগিত রাখে।