Hemant Soren: ৯ বার এড়িয়েছেন ইডির সমন, সদলবলে মুখ্যমন্ত্রীর বাড়িতেই হাজির তদন্তকারীরা
ED Raid: গত ২৭ জানুয়ারিই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সপ্তাহেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি-এই দুই দিনের মধ্যে কবে তিনি হাজিরা দিতে পারবেন, সে সম্পর্কে জানতে চায় ইডি। মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব না দিলেও, আজ ২৯ জানুয়ারি সাতসকালেই হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি।
নয়া দিল্লি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে ইডি হানা। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের সূত্র ধরেই সোমবার ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রীর দিল্লির বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে তাঁর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। দুইদিন আগেই তাঁকে সমনও পাঠায়ে ইডি। আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এর আগে নয়বার সমন পাঠানো হলেও, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন হেমন্ত সোরেন।
গত ২৭ জানুয়ারিই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সপ্তাহেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি-এই দুই দিনের মধ্যে কবে তিনি হাজিরা দিতে পারবেন, সে সম্পর্কে জানতে চায় ইডি। মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব না দিলেও, আজ ২৯ জানুয়ারি সাতসকালেই হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। বর্তমানে তাঁর বাড়িতে তল্লাশি চলছে। বাইরে থেকে ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি।
#WATCH | Ranchi: Security heightened outside Jharkhand CM Hemant Soren’s residence. pic.twitter.com/Pzo8pF8Xwz
— ANI (@ANI) January 29, 2024
জমি দুর্নীতি-
ঝাড়খণ্ডে বেআইনিভাবে জমি বিক্রি ও তাতে খনন চালানো নিয়ে ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ২০২২ সাল থেকে এই মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনও অবধি একজন আইএএস অফিসার সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। বারংবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠানো হলেও, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি।