Uttar Pradesh: প্রেমের মাশুল! অ্যাসিডে ঝলসানো মুখ, মাঠে পড়ে ছাত্রর নিথর দেহ

Uttar Pradesh, বিগত দুদিন ধরেই সুধীরের খোঁজ করছিলেন তাঁর পরিবার। সুধীরের পরিবারে অভিযোগ, যে মেয়েটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল, সেই মেয়েটির বাবা ও ভাইরা এই হত্যাকাণ্ডেরর পিছনে দায়ী।

Uttar Pradesh: প্রেমের মাশুল! অ্যাসিডে ঝলসানো মুখ, মাঠে পড়ে ছাত্রর নিথর দেহ
মৃত ব্যবসায়ীর স্ত্রীয়ের করা অভিযোগের ভিত্তিতে ওই ৬ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে .ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2021 | 3:50 PM

মোরোদাবাদ: আবারও যোগী রাজ্যে নৃশংস হত্যা। নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মৃত (Engineering student murdered) অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উত্তর প্রদেশের মোরোদাবাদ (Moradabad) জেলায় মুন্ধাপান্ডে থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর মৃত ছাত্রের নাম সুধীর সাইনি। বরেলির (Bareilly) এএনএ কলেজে (ANA College) ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে বাড়ি থেকে বরেলিতে কলেজে যাওয়ার সময় নিখোঁজ হন সুধীর। দেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে, অ্যাসিডে সম্পূর্ণ ঝলসে গিয়েছে (Acid Attack) ছাত্রের মুখ। শনিবার মুন্ধাপান্ডে এলাকায় একটি মাঠে ওই ছাত্রের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। তাঁরাই পুলিশকে খবর দেন। অ্যাসিডে পুড়ে যাওয়া মুখ দেখে মৃতের পরিচয় জানা সম্ভব ছিল না। দেহটির থেকে কলেজ গ্রন্থাগারের একটি আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। সেখান থেকেই মৃত যুবকের পরিচয় জানা গিয়েছে।

বিগত দুদিন ধরেই সুধীরের খোঁজ করছিলেন তাঁর পরিবার। সুধীরের পরিবারে অভিযোগ, যে মেয়েটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল, সেই মেয়েটির বাবা ও ভাইরা এই হত্যাকাণ্ডেরর পিছনে দায়ী। পুলিশকে সুধীরের পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বরেলিতে কলেজের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই তাঁর কোনও খোঁজ মেলেনি। আরও অভিযোগ, তিন দিন আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সুধীরকে মারধর করে মেয়েটির পরিবার।

আরও পড়ুন Canada India Flights: ভারত থেকে সরাসরি বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহার কানাডার

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রে খবর, মৃতের পরিচয় গোপন রাখার উদ্দেশ্য নিয়েই তাঁর মুখ পুড়িয়ে দিয়েছে খুনিরা। ঘটনাস্থলে ফরেন্সিক দলও পাঠানো হয়েছে।

মোরোরাবাদ জেলা পুলিশের সুপার অমিত কুমার আনন্দ (SP Amit Kumar Anand) জানিয়েছেন, মৃতের পরিবারের পক্ষ থেকে মেয়েটির পরিবারের তিন জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা-সহ ভারতীয় দণ্ড বিধির (Indian Penal Code) একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন পুলিশ সুপার।

আগামী বছরই উত্তর প্রদেশের হাই প্রোফাইল বিধানসভা নির্বাচন (UP Assembly election 2022)। ২০২৪ লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। রাজ্য়ের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই খুনের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করাবে বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন Ayushman Bharat: ‘অকল্পনীয় এক নতুন অধ্যায়ে প্রবেশ’, চিকিৎসার সরলীকরণে স্বাস্থ্যকার্ডের সূচনা করলেন প্রধানমন্ত্রী