Watch Video: ভোজপুরী গানে নর্তকীর সঙ্গে কুর্তা তুলে নাচ প্রাক্তন বিধায়কের, ভাইরাল ভিডিয়ো

Watch Video: ভোজপুরী গানে স্টেজে নর্তকীর সঙ্গে পা মেলাচ্ছেন প্রাক্তন জেডিইউ বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

Watch Video: ভোজপুরী গানে নর্তকীর সঙ্গে কুর্তা তুলে নাচ প্রাক্তন বিধায়কের, ভাইরাল ভিডিয়ো
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 4:59 PM

পটনা: সোশ্যাল মিডিয়ার জমানায় কোনও কিছুই ভাইরাল হতে বেশি সময় নেয় না। কোনও কিছু বিতর্কিত দেখলেই সোশ্যাল মিডিয়ায় তা দেদার শেয়ার হয়। সাধারণ মানুষ থেকে ফিল্মি দুনিয়ার কোনও ব্যক্তিত্ব, পশু, পাখিও। ভাইরাল হওয়া থেকে রেহাই পায় না কেউই। আর সেইসব ভাইরাল ছবি, ভিডিয়োতে তো কমেন্টেরও বন্যা বয়ে যায়। সেরকম বিষয় হলে তৈরি হয় মিমও। এবার এক ভাইরাল হল এক প্রাক্তন জেডিইউ বিধায়কের ভিডিয়ো। স্টেজের মধ্যে একটি ভোজপুরী গানে এক মহিলার গানে নাচছিলেন তিনি। সেই ভিডিয়োই বুধবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গতকাল সোশ্যাল মিডিয়ায় এই ভোজপুরী গানে নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োতে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন জেডিইউ বিধায়ক শ্যাম বাহাদুর সিং। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি এক নর্তকীর সঙ্গে স্টেজের মধ্যে নাচছেন।

এক জনৈক সাংবাদিক টুইটারে প্রথম এই প্রাক্তন বিধায়কের ভিডিয়ো আপলোড করেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ওই সাংবাদিক জানিয়েছেন, সিওয়ানের বারহারিয়া কেন্দ্রের প্রাক্তন জেডিইউ বিধায়ক এইভাবে ভোজপুরী গানে নাচছিলেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্টেজে প্রচুর আলো। এত চোখ ধাঁধানো আলোর মধ্যে নর্তকীর সঙ্গে ভোজপুরী গানে নিজেও নাচ শুরু করলেন তিনি। নিজের কুর্তা তুলে তালে তালে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। আশেপাশের সকলে তাঁর এই নাচের ছবি রেকর্ড করছিলেন।