BS Yediyurappa: সংসদীয় রাজনীতি থেকে অবসর আসন্ন? কে তাঁর স্থলাভিষিক্ত হবেন, জানালেন ইয়েদুরাপ্পা
BS Yediyurappa: নিজের বিধানসভা কেন্দ্রের জন সাধারণের উদ্দেশ এদিন তিনি বলেন, "আমি অনুরোধ করছি, যেভাবে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন, একইভাবে বিজয়েন্দ্রকেও সমর্থন করুন।
নয়া দিল্লি: প্রবীণ বিজেপি নেতা তথা কর্নাটকের চারবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা শুক্রবার রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর মেজ ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তাঁর ‘গড়’ হিসেবে পরিচিত শিমোগা জেলার শিকারিপুরা আসন থেকেই লড়াই করবেন তাঁর ছেলে। প্রবীণ বিজেপি নেতার এহেন মন্তব্য সামনে আসার পর থেকে সংসদীয় রাজনীতি থেকে তাঁর অবসরের সম্ভাবনা জোরাল হয়েছে। শুক্রবার, জনগণের থেকে নিজের ছেলের জন্য সমর্থন চেয়ে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তিনি আর নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক নন। ১৯৮৩ সাল থেকে একটানা ৮ বার শিকারিপুরা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
নিজের বিধানসভা কেন্দ্রের জন সাধারণের উদ্দেশ এদিন তিনি বলেন, “আমি অনুরোধ করছি, যেভাবে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন, একইভাবে বিজয়েন্দ্রকেও সমর্থন করুন। আমাদের নিশ্চিত করতে হবে সে যেন ১ লক্ষের বেশি ভোটে জেতে।” শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে সপ্তাহে একবার তিনি নিজের কেন্দ্রে যাবে। বিজেপির কর্মী-সমর্থকদের কাছে দলকে আরও শক্তিশালী করার অনুরোধ জানিয়েছেন তিনি।
ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র রাজ্য বিজেপির সভাপতি পদে রয়েছেন। কংগ্রেস প্রসঙ্গে বিএস এদিন বলেন, মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই নেতার মধ্যে লড়াই চলছে। কিন্তু কোনও লাভ হবে না, আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি আবার কর্নাটকের ক্ষমতায় আসবে। ৭৯ বছর বয়সী লিঙ্গায়েত রাজনীতিক ইয়েদুরাপ্পা ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি মামলা ফৌজদারি পদক্ষেপের ওপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ছিল বিজেপি। তারপর থেকেই রাজনীতিতে বিএসের সক্রিয়তা কমছিল।