Smart phone offer: স্মার্টফোন কিনলেই মিলবে মহার্ঘ টম্যাটো, ক্রেতা টানতে অভিনব উদ্যোগ ব্যবসায়ীর

Expensive Tomatoes: দিল্লিতে টম্যাটোর কেজি প্রতি দাম ১২৭ টাকা, লখনউয়ে ১৪৭ টাকা, চেন্নাইয়ে ১০৫ টাকা এবং ডিব্রুগড়ে ১১৫ টাকা। আবার দিন দুয়েক আগে উত্তরাখণ্ডে টম্যাটোর কেজি প্রতি দাম ২৫০ টাকা পর্যন্ত উঠেছিল।

Smart phone offer: স্মার্টফোন কিনলেই মিলবে মহার্ঘ টম্যাটো, ক্রেতা টানতে অভিনব উদ্যোগ ব্যবসায়ীর
স্মার্টফোন কিনলেই মিলবে দামি টম্যাটো।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 6:33 PM

ভোপাল: মোবাইল ফোন (Mobile Phone) কিনলে স্ক্রিনগার্ড, কভার, এমনকি হেডফোনও ফ্রি দেওয়ার কথা শোনা যায়। কিন্তু, স্মার্টফোন কিনলে টম্যাটো (Tomato) ফ্রি দেওয়ার কথা শুনেছেন কখনও? বর্তমানে এমনই অফার দিচ্ছেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) অশোক নগরের মোবাইল ফোনের এক ব্যবসায়ী। অল্প-স্বল্প নয়, একটি স্মার্টফোনের সঙ্গে একেবারে ২ কেজি টম্যাটো বিনামূল্যে দিচ্ছেন ব্যবসায়ী। বর্তমানে টম্যাটোর দাম আকাশ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে ক্রেতা টানতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন অশোক নগরের ব্যবসায়ী অভিষেক আগরওয়াল।

মধ্যপ্রদেশ থেকে দিল্লি- সর্বত্র যেন সোনার দামে বিকোচ্ছে টম্যাটো। কোথাও ১২০ টাকা কেজি তো কোথাও ২৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে গৃহস্থের অত্যন্ত জনপ্রিয় এই লাল সবজি। ফলে টম্যাটো কিনতে গিয়ে রীতমতো ছ্যাঁকা লাগছে গৃহস্থের পকেটে। তাই এবার ক্রেতা টানতে বিশেষ উদ্যোগ নিলেন অশোক নগরের ব্যবসায়ী অভিষেক আগরওয়াল। তাঁর কথায়, “টম্যাটো দামি হওয়া থেকেই আমরা চেয়েছিলাম, বর্তমান প্রতিযোগিতার বাজারে ক্রেতা টানতে তাঁদের কিছুটা এই সবজি দিই। তাই স্মার্টফোনের সঙ্গে টম্যাটো বিনামূল্যে দেওয়ার অফার দিচ্ছি।” এই অফার শুরু করার পর থেকে তাঁর দোকানে স্মার্টফোন ক্রেতার সংখ্যা বেড়েছে বলেও দাবি অভিষেক আগরওয়ালের।

মধ্যপ্রদেশের ফোন-ব্যবসায়ী যখন ক্রেতা টানতে বিনামূল্যে টম্যাটো দেওয়ার অফার দিচ্ছেন, তখন উত্তরপ্রদেশের বারাণসীর সবজি ব্যবসায়ীরা টম্যাটো বিক্রি করতে রীতমতো আতঙ্কে ভুগছেন। টম্যাটো লুঠের আশঙ্কায় দোকানের সামনে ঘেরাটোপ দিয়েছেন, যাতে কেউ মহার্ঘ টম্যাটো লুঠ করতে না পারে। বারাণসী ব্যবসায়ী অজয় ফৌজির কথায়, “আমি দোকানের সামনে ঘেরাটোপ দিয়ে রেখেছি। কারণ টম্যাটোর দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ছেন, এমনকি টম্যাটো লুঠও করার চেষ্টা করছেন। আমরা কোনও বচসা চাই না। তাই দোকানের সামনে ঘেরাটোপ দিয়েছি।” বারাণসী শহরে টম্যাটো ১৬০ টাকা কেজি দরে বিকোচ্ছে আর সাধারণ মানুষ মাত্র ৫০-১০০ গ্রাম কিনছেন বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে এক-একটি রাজ্যে টম্যাটোর দাম পৃথক। ক্রেতা-সুরক্ষা দফতরের তথ্য অনুযায়ী, দিল্লিতে টম্যাটোর কেজি প্রতি দাম ১২৭ টাকা, লখনউয়ে ১৪৭ টাকা, চেন্নাইয়ে ১০৫ টাকা এবং ডিব্রুগড়ে ১১৫ টাকা। আবার দিন দুয়েক আগে উত্তরাখণ্ডে টম্যাটোর কেজি প্রতি দাম ২৫০ টাকা পর্যন্ত উঠেছিল। কর্নাটক, তামিলনাড়ুতেও টম্যাটোর দাম সেঞ্চুরি পেরিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভর্তুকি দিয়ে রেশনে টম্যাটো দেওয়াও শুরু করেন তামিলনাড়ু সরকার।