S Jaishankar: বাংলাদেশ নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের বিদেশমন্ত্রী, ‘নিজের স্বার্থেই এবার…’
Parliament: এ দিন লোকসভায় বিদেশমন্ত্রী বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে, তা উদ্বেগ তৈরি করেছে। সংখ্যালঘুদের উপরে একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি।"
![S Jaishankar: বাংলাদেশ নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের বিদেশমন্ত্রী, 'নিজের স্বার্থেই এবার...' S Jaishankar: বাংলাদেশ নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের বিদেশমন্ত্রী, 'নিজের স্বার্থেই এবার...'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/jaishankar-on-Bangladesh.jpg?w=1280)
নয়া দিল্লি: সংসদে উঠল বাংলাদেশ প্রসঙ্গ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগের বিষয়। বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে। এ দিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বিদেশমন্ত্রী এ কথা বলেন।
এ দিন সংসদে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি। তার জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “ভারত বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে। নতুন সরকারের কাছেও সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে।”
এ দিন লোকসভায় বিদেশমন্ত্রী বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে, তা উদ্বেগ তৈরি করেছে। সংখ্যালঘুদের উপরে একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি। আশা করি, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার আটকাবে।”
অন্যান্য প্রতিবেশীর মতো বাংলাদেশেও একাধিক উন্নয়নমূলক কাজে যুক্ত ভারত। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত আশা করছে দুদেশের সম্পর্ক অটুট থাকবে বলেই আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও চিন প্রসঙ্গেও বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। পাকিস্তান প্রসঙ্গে বলেন, “পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্কের জন্য প্রতিবেশী দেশকে দেখাতে হবে যে তারা সন্ত্রাসবাদমুক্ত।”
প্রসঙ্গত, সম্প্রতিই ঢাকায় গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কাছে তিনি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের বিদেশ সচিবের সাক্ষাতের পরই সুর নরম করে ওপার বাংলা। মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় ৮৮টি মামলা দায়ের হয়েছে এবং ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
![মৌনী অমবস্যায় বিরল 'ত্রিবেণী যোগ'এ এই ৪ রাশির ব্যক্তিদের ভাগ্য খুলবে মৌনী অমবস্যায় বিরল 'ত্রিবেণী যোগ'এ এই ৪ রাশির ব্যক্তিদের ভাগ্য খুলবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Which-Zodiac-sign-will-be-shine-on-Mauni-Amavasya-2025.jpg?w=670&ar=16:9)
![কেন ২০ জানুয়ারিতেই শপথ নেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট? কেন ২০ জানুয়ারিতেই শপথ নেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/American-President-.jpg?w=670&ar=16:9)
![রাতে কেন বাচ্চাদের জামা কাপড় বাইরে শুকোতে নেই? জানেন কী ক্ষতি হয়? রাতে কেন বাচ্চাদের জামা কাপড় বাইরে শুকোতে নেই? জানেন কী ক্ষতি হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Hanging-Cloths.jpg?w=670&ar=16:9)
![শরীরে ভিটামিনের হেরফেরে হয় খুশকি, শীঘ্রই হোন সাবধান শরীরে ভিটামিনের হেরফেরে হয় খুশকি, শীঘ্রই হোন সাবধান](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Which-Vitamin-helps-to-control-dandruff.jpg?w=670&ar=16:9)
![পকেটভর্তি টাকা চান? মৌনী অমাবস্যায় তুলসী গাছের সামনে করুন এই কাজ পকেটভর্তি টাকা চান? মৌনী অমাবস্যায় তুলসী গাছের সামনে করুন এই কাজ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Tulsi-Tree-3.jpg?w=670&ar=16:9)
![১০০০ টাকার মদ বিক্রি হলে সরকারের কত লাভ হয় জানেন? ১০০০ টাকার মদ বিক্রি হলে সরকারের কত লাভ হয় জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Alcohol-1.jpg?w=670&ar=16:9)