S Jaishankar: ‘অন্য দেশের বিষয়ে নাক গলানোর বদভ্যাস রয়েছে’, নাম না করেই পশ্চিমি দুনিয়াকে একহাত নিলেন জয়শঙ্কর

Rahul Gandhi Controversy: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে জার্মানি ও আমেরিকার মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "পশ্চিমি দেশগুলি ভাবে তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার রয়েছে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার।"

S Jaishankar: 'অন্য দেশের বিষয়ে নাক গলানোর বদভ্যাস রয়েছে', নাম না করেই পশ্চিমি দুনিয়াকে একহাত নিলেন জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 6:01 AM

বেঙ্গালুরু: মোদী পদবি নিয়ে করেছিলেন বিতর্কিত মন্তব্য। তার প্রেক্ষিতেই মানহানি মামলা(Defamation Case)। ৪ বছর পর মানহানি মামলায় দোষী সাব্যস্ত হতেই লোকসভার সাংসদ পদও খুইয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে একদিকে যেমন প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস, তেমনই একাধিক বিরোধী দলও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের গণ্ডির মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও পৌঁছয় রাহুলের সদস্য পদ খারিজের ইস্যু। পশ্চিমি দুনিয়ার একাধিক দেশ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, সমালোচনা করে। এবার তাদেরই একহাত নিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) । তিনি কোনও দেশের নাম না করেই বলেন, “পশ্চিমি দেশের বদ অভ্যাস রয়েছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং মন্তব্য করার।”

রবিবার বেঙ্গালুরুতে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ও সাংসদ পিসি মোহনের উদ্যোগে আয়োজন করা একটি “সাক্ষাৎ ও আলোচনা” অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তাঁকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে জার্মানি ও আমেরিকার মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “পশ্চিমি দেশগুলি ভাবে তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার রয়েছে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার।”

বিদেশমন্ত্রী আরও বলেন, “আমি আপনাদের সত্য উত্তর দেব। এর পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, পশ্চিমের একটা খারাপ অভ্য়াস রয়েছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। তারা মনে করেন এটা তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার। ওদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে যে যদি ওরা এই কাজ জারি রাখে, তাহলে অন্যরাও তাদের বিষয়ে মন্তব্য করতে শুরু করবে এবং তখন সেটা তাদের ভাল লাগবে না। আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে।”
দ্বিতীয় কারণ উল্লেখ করে জয়শঙ্কর বলেন, “সত্য়ের দ্বিতীয় অংশটি হল-নিজেদের মধ্যে তর্কে আপনি অন্যদের মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এতে আরও আরও মানুষ মন্তব্য করতে উৎসাহিত হবে। আমাদের বিশ্বকে খোলা আমন্ত্রণ জানানো বন্ধ করতে হবে যে ভারতে সমস্যা রয়েছে, আমেরিকা ও অন্যান্য দেশ কেন চুপ রয়েছে? কিছু করছে না কেন? যদি কেউ এই কথা বলেন, তাহলে তারাও স্বাভাবিকভাবেই মন্তব্য করবেন। তাই সমস্যার কিছুটা অংশ তারা, আর কিছুটা অংশ আমরাও। দুই পক্ষকেই নিজেদের সংশোধন করতে হবে।”