S Jaishankar: ‘অন্য দেশের বিষয়ে নাক গলানোর বদভ্যাস রয়েছে’, নাম না করেই পশ্চিমি দুনিয়াকে একহাত নিলেন জয়শঙ্কর
Rahul Gandhi Controversy: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে জার্মানি ও আমেরিকার মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "পশ্চিমি দেশগুলি ভাবে তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার রয়েছে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার।"
বেঙ্গালুরু: মোদী পদবি নিয়ে করেছিলেন বিতর্কিত মন্তব্য। তার প্রেক্ষিতেই মানহানি মামলা(Defamation Case)। ৪ বছর পর মানহানি মামলায় দোষী সাব্যস্ত হতেই লোকসভার সাংসদ পদও খুইয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে একদিকে যেমন প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস, তেমনই একাধিক বিরোধী দলও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের গণ্ডির মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও পৌঁছয় রাহুলের সদস্য পদ খারিজের ইস্যু। পশ্চিমি দুনিয়ার একাধিক দেশ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, সমালোচনা করে। এবার তাদেরই একহাত নিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) । তিনি কোনও দেশের নাম না করেই বলেন, “পশ্চিমি দেশের বদ অভ্যাস রয়েছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং মন্তব্য করার।”
রবিবার বেঙ্গালুরুতে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ও সাংসদ পিসি মোহনের উদ্যোগে আয়োজন করা একটি “সাক্ষাৎ ও আলোচনা” অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তাঁকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে জার্মানি ও আমেরিকার মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “পশ্চিমি দেশগুলি ভাবে তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার রয়েছে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার।”