Monalisa at Kumbh: মহাকুম্ভে দশ দিনে দশ কোটি টাকা আয় ভাইরাল মোনালিসার? প্রকাশ্যে ‘আসল সত্যি’
Monalisa at Kumbh: সামান্য মালা বিক্রেতা থেকে রাতারাতি বলিউড অভিনেত্রী? চোখ কপালে ওঠে নেটিজেনদের। সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে, ভাইরাল হওয়ার পর শুধু মাত্র মহাকুম্ভ থেকেই নাকি ১০ দিনে ১০ কোটি টাকা আয় করেছেন মোনালিসা।
প্রয়াগরাজ: বয়স ওই বছর ষোলো পেরিয়েছে। প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাকুম্ভ আসছে শুনে খানিক উপার্জনের জন্য সুদূর ইন্দোর থেকে এসেছিল সে। উদ্দেশ্যে একটাই পুণ্য তিথিতে মালা বিক্রি করে বাড়তি উপার্জন করা। কিন্তু কেই বা জানত, সামান্য মালা বিক্রি করতে এসে এত ভাইরাল হয়ে যাবেন মোনালিসা?
এক ইউটিউবারের সুবাদে নেটমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যান মোনালিসা। রোজ দিনের মতোই সেদিনও মালা বিক্রি করতে মেলায় গিয়েছিলেন তিনি। কিন্তু কেই বা জানত, একটা ভিডিয়ো তারপরই বদলে যাবে মোনালিসার জীবনের চালচিত্র। একটি ভিডিয়োয় খানিকের জন্য দেখা মেলে মোনালিসার। আর তারপরেই ভাইরাল।
নেটমাধ্যম জুড়ে তোলপাড় ফেলে দেন তিনি। মোনালিসার ধূসর চোখের কার্যত প্রেমে পড়ে যান নেটিজেনরা। খ্য়াতি এতটাই বাড়ে, সঙ্গে সঙ্গে তাঁর মেকওভার করতে তাঁকে ডেকে নেন আরেক সমাজমাধ্যম প্রভাবশালী। এরপরই কানাঘুষো শোনা যায়, হয়তো খুব শীঘ্রই বলিউডে পা দিতে চলেছেন মোনালিসা।
সামান্য মালা বিক্রেতা থেকে রাতারাতি বলিউড অভিনেত্রী? চোখ কপালে ওঠে নেটিজেনদের। সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে, ভাইরাল হওয়ার পর শুধু মাত্র মহাকুম্ভ থেকেই নাকি ১০ দিনে ১০ কোটি টাকা আয় করেছেন মোনালিসা। কিন্তু এও কি আদতেই সম্ভব? একদমই না। জানালেন খোদ মোনালিসা নিজেই।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘যদি আমি সত্যিই এত টাকা উপার্জন করে ফেলতাম, তবে কি এখানে মালা বিক্রি করতাম?’
Nomadic tribal girl Monalisa is being unnecessarily harassed by people in Kumbh Mela, this is dangerous, the government should provide security to this girl. pic.twitter.com/nEEKDpXaGv
— The Dalit Voice (@ambedkariteIND) January 22, 2025
তবে এই ভাইরাল হওয়ার ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন মোনালিসা। একাধিক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ছবি তোলার জন্য রীতিমতো মোনালিসাকে ধাওয়া করছেন অনেকে। কেউ কেউ আবার হাত ধরেও টানছেন তাঁর। সম্প্রতি, ছবি তুলতে তাঁকে জোরজুলুম করে এক দল যুবক। তাঁদের তাঁবুতে ঢুকে পড়ে, এমনকি তাঁর ভাইকে ধরে মারধরও করে তারা, অভিযোগ মোনালিসার।