Delhi Election 2025: রাজধানীর ভোটেও RG Kar! দিল্লিবাসী বাঙালির মনে পদ্ম ফোটাতে সুকান্তর পর হাজির শুভেন্দু

Delhi Election 2025: এদিন দিল্লির সিআর পার্কে হিন্দিবলয়ের বিজেপি প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে নামেন শুভেন্দু। দিল্লির মানুষকে ভোটের মাধ্যমে আপকে 'জবাব' দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি, সেই একই সুরে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও।

Delhi Election 2025: রাজধানীর ভোটেও RG Kar! দিল্লিবাসী বাঙালির মনে পদ্ম ফোটাতে সুকান্তর পর হাজির শুভেন্দু
রাজধানীতে শুভেন্দুImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2025 | 2:31 PM

নয়াদিল্লি: ২০১১ সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী, দিল্লির মোট জনসংখ্য়ার প্রায় দেড় শতাংশ অর্থাৎ ২ লক্ষের অধিক বাসিন্দা বাঙালি। এই রিপোর্টের পর আর জনগণনা করা সম্ভব হয়নি। কিন্তু যে হারে দেশে জনসংখ্যা বেড়েছে সেই ভিত্তিতে ধরা যেতেই পারে যে গত এক দশকের বেশি সময়ে দিল্লিতেও কমপক্ষে দু’গুণ বেড়েছে বাঙালির সংখ্য়া। আর এবার সেই বাঙালি ভোটকেই হাতিয়ার করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

বঙ্গের বাইরে বসবাসকারী বাঙালিরা অনেক ক্ষেত্রেই তৃণমূল বিরোধী। দিল্লির নির্বাচনে ভোটের হার বাড়াতে সেই ভাবনাকেই কাজে লাগাতে চায় বিজেপি, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর সেই ভাবনার হাত ধরেই এদিন রাজধানীর রাজনৈতিক পিচে ব্য়াট চালাতে পৌঁছে গেলেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন দিল্লির সিআর পার্কে হিন্দিবলয়ের বিজেপি প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে নামেন শুভেন্দু। দিল্লির মানুষকে ভোটের মাধ্যমে আপকে ‘জবাব’ দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি, সেই একই সুরে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেও। তাঁর কথায়, ‘ইন্ডি জোটের অন্যতম ছিল তৃণমূল। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নন্দীগ্রামে হারিয়েছি। মমতা এখন মুখ্যমন্ত্রী নন। কম্পার্টমেন্টাল সিএম। ২৬ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। তার আগে আপনারা দিল্লিতে জবাব দিন।’

তবে এখানেই থেমে থাকেননি তিনি। দিল্লির নির্বাচনে জিততে বাংলার সদ্য ‘ক্ষত’ আরজি কর-কাণ্ডকেও হাতিয়ার করে ভোট প্রার্থনা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘আপনারা যদি আরজি করের ঘটনায় ব্যাথিত হন, তা হলে বিজেপিকে জেতান।’ এরপরই দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণের কথা টেনে কেজরীবাল ও মমতার বিরুদ্ধে একই সুরে আক্রমণ শানান নন্দীগ্রামের বিধায়ক।

তিনি বলেন, ‘দেশের যেখানেই এদের সরকার আছে, সেখানেই এরা ব্যর্থ হচ্ছে। চোরে চোরে মাসতুতো ভাই।’ হিন্দিবলয়ের ভোটে বরাবরই বিজেপির অন্যতম হাতিয়ার হিসাবে ভাল ফল হিন্দু-হিন্দুত্ব রাজনীতি। গতকাল দিল্লিতে প্রচারে এসে সুকান্তর মুখে শোনা যায় হিন্দু নির্যাতনের কথা। এদিন আবার একই সুর শোনা যায়, শুভেন্দুর গলাতেও। তিনি বলেন, ‘দু কোটি বাঙালি হিন্দু বাংলাদেশে বিপন্ন। রোজ মন্দির ভাঙছে। বাংলাদেশ নিয়ে কেজরিওয়ালের বক্তব্য পেয়েছেন? অতিশি দিদিমনিকে কিছু বলতে শুনেছেন?’

প্রসঙ্গত, আগামী মাসেই আপ প্রার্থীদের হয়ে প্রচারে নামবে তৃণমূল। দলীয় সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই রাজধানীতে প্রচারে যেতে চলেছেন লোকসভা সাংসদ শত্রুঘ্ন সিনহা। নয়াদিল্লি বিধানসভার প্রার্থী অরবিন্দ কেজরীবাল ও কালকাজি বিধানসভার প্রার্থী অতিশি মারলেনার সমর্থনের ভোট প্রচারে নামবেন তিনি।