World Travel and Tourism Festival 2025: সব প্রজন্মের কাছেই ভ্রমণের নতুন সংজ্ঞা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২৫
World Travel and Tourism Festival 2025: টেকনলজি নির্ভর জেনারেশন জেড বা মিলেনিয়ালস, পরিবার কেন্দ্রিক মানসিকতার মধ্য বয়সীরা,বা দু'দিনের ছুটিতে বিলাসবহুল জীবনের স্বাদ নিতে চাওয়া পর্যটকরা।
যত দিন যাচ্ছে বদলে যাচ্ছে ভ্রমণের সংজ্ঞা। বাঙালি এখন আর ঘুরতে যাওয়ার নামে দী-পু-দা মধ্যে আটকে নেই। কেবল বাংলা নয়, সংজ্ঞাটা পাল্টেছে গোটা দেশবাসীর কাছেই। এই বদলের শুরু কোভড মহামারীর পরবর্তী সময় থেকেই। পরিসংখ্যাম বলছে সেই অনুসারে নতুন করে সেজে উঠছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিও। বিশেষ করে নির্ভরতা বাড়ছে ডিজিটাল মিডিয়ামের উপরে।
টেকনলজি নির্ভর জেনারেশন জেড বা মিলেনিয়ালস, পরিবার কেন্দ্রিক মানসিকতার মধ্য বয়সীরা,বা দু’দিনের ছুটিতে বিলাসবহুল জীবনের স্বাদ নিতে চাওয়া পর্যটকরা। পর্যটন ব্যবসার অংশ এঁরা সকলেই। প্রত্যেকের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে নিজের নিজের পছন্দ-অপছন্দ আছে। আর আছে নানা প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর দিতেই টিভি৯ নেটওয়ার্ক, রেড হ্যাট কমিনিউকেশনের সঙ্গে যৌথ ভাবে আয়োজন করেছে ৩ দিন ব্যাপী ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’। নয়া দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে ফেব্রুয়ারি মাসের ১৪-১৬ তারিখ চলবে এই ফেস্টিভ্যাল। যা বদলে দিতে পারে আপনার কাছে ঘুরতে যাওয়ার মানে। ভ্রমণপিপাসুদের একগুচ্ছ প্রশ্ন নিয়ে এবং প্রতিনিয়ত বদলে চলা এই পর্যটন ব্যবসাই ফেস্টিভ্যালের মূল বিষয়।
কারও কাছে ঘুরতে যাওয়া মানে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে নিভৃতে সময় কাটানো। কারও কাছে বেড়াতে যাওয়া মানে নতুন নতুন দেশ, নতুন জায়গাকে এক্সপ্লোর করা, সেখান কার মানুষ-সংস্কৃতিকে চিনে নেওয়া। তাই সকল বয়সের সকল পর্যটকদের জন্য কী কী বিশেষ ব্যবস্থা থাকছে এই ফেস্টিভ্যালে জানেন?
Millennials এবং Gen Zদের কাছে আকর্ষণ –
১৯৮২ থেকে ১৯৯৭ এবং ১৯৯৮ থেকে ২০১২ মধ্যে জন্ম নেওয়া শিশুরাই এই দুই প্রজন্ম বলে পরিচিত। পরিসংখ্যান বলছে নতুন জায়গা এক্সপ্লোর করা, অ্যাডভেঞ্চারে যাওয়া এঁদের খুব প্রিয়। আর ঘুরতে যাওয়ার জায়গা বেছে নিতে, বুকিং, আইটিনারি প্রস্তুত করতে বা ভ্রমণ পরিকল্পনা করতে ডিজিটাল মাধ্যমেই বেশি স্বাছন্দ্য এই নবপ্রজন্ম। তাঁদের জন্য থাকছে –
১। ট্রাভেল টেক জোন: অত্যাধুনিক ট্র্যাভেল গ্যাজেট এবং অ্যাপস যা ভ্রমণকে করে তুলবে আর সহজ।
২। ভার্চুয়াল রিয়েলিটি: আপনি ঘুরতে গেলে কী কী করবেন, কী পাবেন তার একটা ভার্চুয়াল অভিজ্ঞতা পাবেন এই ফেস্টিভ্যালে।
৩। ওয়ার্কশপ: ট্রাভেল ফটোগ্রাফি সহ আরও নানা বিষয়ের উপরে থাকছে ওয়ার্কশপের ব্যবস্থাও।
৪। ট্রেন্ডিং নাও সেশন: ট্রাভেল ইনফ্লুয়েন্সাররা তাঁদের নানা ভ্রমণের অভিজ্ঞতাও শেয়ার করবেন এই ফেস্টিভ্যালে। খোঁজ দেবে নতুন নতুন অফবিট জায়গার।
অ্যাফ্লুয়েন্ট ট্রাভেলার –
কোভিড পরবর্তী সময়ে বিলাসডবহুল ভ্রমণের চাহিদা বেড়েছে। পরিসংখ্যান বলছে ভ্রমণের জন্য প্রাইভেট জেটের বেড়েছে ১৫%। ডমেস্টিক লাক্সারি ট্রাভেলের চাহিদা বেড়েছে ১২%। এই ধরনের পর্যটকদের জন্য থাকছে –
১। বিলাসবহুল ভ্রমণ পরিষেবা: ভ্রমণের জন্য সেরা বিলাসবহুল প্যাকেজের হদিস, থাকবে প্রাইভেট জেট বা অনান্য আরও সুযোগ সুবিধা কী ভাবে পেতে পারেন তার খোঁজ।
২। ওয়েলনেস রিট্রিটস: মননশীলতা, স্বাস্থ্য যে সব রিসর্ট ভ্রমণ পরিকল্পনার প্রধান আকর্ষণ, থাকবে তেমন প্রিমিয়াম রিসর্টের হদিস।
৩। এক্সক্লুসিভ B2B মিটিং: বিলাসবহুল ভ্রমণ অপারেটর এবং পরিকল্পনাকারীদের সঙ্গে ব্যক্তিগত মিটিং এর মাধ্যমে নিজের প্রশ্ন নিবারণের সুযোগ।
৪। পুরষ্কার অনুষ্ঠান: বিলাসবহুল পর্যটনে শ্রেষ্ঠত্ব উদযাপনের জন্য থাকবে বিশেষ আওয়ার্ড অনুষ্ঠান।
পরিবারের সঙ্গে ভ্রমণে আগ্রহীদের আকর্ষণ –
পরিবারের সঙ্গে যারা ঘুরতে যেতে পছন্দ করেন তাঁদের কাছে প্রধান আকর্ষণ হল, আরাম এবং নিরাপত্তা। ৬০ শতাংশেরও বেশি ভারতীয় ভ্রমণকারী পরিবার-ভিত্তিক ভ্রমণ পছন্দ করে। বহু-বেডরুমের ঘর, সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং শিশু-বান্ধব পরিবেশ খোঁজেন এঁরা। এমন পর্যটকদের জন্য থাকছে –
১। সাংস্কৃতিক অনুষ্ঠান: এই ফেস্টিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু শিল্পী তুলে ধরবেন তাঁদের নিজস্ব সংস্কৃতিকে।
২। ফুড অ্যান্ড কুইজিন জোন: বিশ্বের নানা প্রান্তের নানা বিখ্যাত বিখ্যাত খাবারের স্টল থাকবে এই ফেস্টিভ্যালে।
৩। ইন্টারেক্টিভ কনজিউমার জোন: থিম পার্ক, বিনোদন কোম্পানী এবং শিশু-বান্ধব আকর্ষণ সহ আপনার পরবর্তী পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করতেও নানা প্রয়োজনীয় উপকরণ।
৪। ওয়ান টু ওয়ান কনসালটেশন: আপনার ব্যাক্তিগত পছন্দ অনুসারে তৈরি করে নিতে পারবেন পরবর্তী ভ্রমণ পরিকল্পনা। থাকছে সেই সুবিধাও।
ভারতীয়দের মতোই বৈচিত্র্যময় ভারতীয়দের ভ্রমণ চাহিদা। সেই বৈচিত্যকে মান্যতা দিয়ে সব কিছুকে এক ছাদের তলায় আনতেই ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল-এর আয়জন। প্রযুক্তি নির্ভর নব প্রজন্ম, বিলাসিতা প্রিয় পর্যটক থেকে পরিবার কেন্দ্রীক ভারতীয় সবার প্রশ্নের উত্তর নিয়েই আয়োজন করা এই ফেস্টিভ্যালের। সেই অনন্য অভিজ্ঞতার স্বাদ নিতে হলে, বিশ্ব পর্যটন শিল্পকে পরখ করতে হলে ১৪-১৬ তারিখের মধ্যে আসতে হবে এই ফেস্টিভ্যালে।