Om Birla: হোয়াটসঅ্যাপে ‘উল্টোপাল্টা’ মেসেজ পাঠাচ্ছেন লোকসভার স্পিকার, নেপথ্যে কোন রহস্য?
Om Birla's Fake WhatsApp Account: ভুয়ো অ্যাকাউন্টটি সাধারণ কারোর নামে নয়, লোকসভার স্পিকার ওম বিড়লার নামে তৈরি করা হয়েছিল।
নয়া দিল্লি: ভুয়ো নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সেখান থেকে আসছে মেসেজ। এমনই এক অ্যাকাউন্টকে ঘিরে বুধবার সরগরম থাকল নয়া দিল্লি। কারণ ভুয়ো অ্যাকাউন্টটি সাধারণ কারোর নামে নয়, লোকসভার স্পিকার ওম বিড়লার নামে তৈরি করা হয়েছিল। বুধবার লোকসভার স্পিকারের অফিসের তরফে জানানো হয়, ওম বিড়লার নামে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ভুয়ো অ্যাকাউন্ট তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ওম বিড়লার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়, “কিছু দুষ্কৃতীরা ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেছে আমার প্রোফাইল ছবি ব্যবহার করে। ৭৮৬২০৯২০০৮, ৯৪৮০৯১৮১৮৩ ও ৯৪৩৯০৭৩৮৭০-এই তিনটি নম্বর থেকে বেশ কয়েকজন সাংসদ সহ অন্যদের মেসেজ পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কারোর কাছে এই নম্বরগুলি থেকে ফোন বা মেসেজ আসে, তবে তা উপেক্ষা করুন এবং আমার অফিসে বিষয়টি জানান।”
ওড়িশা পুলিশের তরফে জানানো হয়েছে, লোকসভা স্পিকারের পরিচয়ে যে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, সেই অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ওই তিনজন সাইবার অপরাধী আগে থেকেই সিম কার্ড অ্যাক্টিভেট করেছিল। সেই সিম কার্ডগুলি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্টগুলি তৈরি করেছিল। অ্যাকাউন্টটিকে বিশ্বাসযোগ্য বানাতে ইন্টারনেট থেকে ওম বিড়লার ছবি ডাউনলোড করে ব্যবহার করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে গত মাসে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর নামেও ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল। সেই সময়ও একাধিক ভিআইপিকে মেসেজ করে আর্থিক সাহায্য করার কথা বলা হয়েছিল। তিনি বিষয়টি জানতে পেরেই স্বরাষ্ট্র মন্ত্রকে খবর দিয়েছিলেন।
এছাড়া বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে সরকারি টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর, আবহাওয়া দফতর সহ একাধিক টুইটার সাময়িকভাবে হ্য়াক হয়ে গিয়েছিল।