Gutka Consumption & Effect Explained: ২০২৫ সালে ‘শহিদ’ হবেন ৮ লক্ষ ‘গুটখাম্যান’! ক্যানসার হবে ১৭ লক্ষের
Gutka-Cancer: জামাকাপড় কাচা বা রঙ করার জন্য অনেক সময়ই ব্লিচ ব্যবহার করা হয়। এই ব্লিচ ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ত্বকের স্পর্শে এলেই তা জ্বলে যায়। তবে জানেন কি, যে গুটকা রোজ চিবোচ্ছেন, তা প্রায় ব্লিচের সমান।

শহিদই বটে! গুটখার মতো ‘অষ্টমাশ্চর্য’ বস্তুটি প্রতিদিন প্রাণ কাড়ছে। কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে, ভয়াবহ ছবি দেখিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে গুটখা খাবেন না। আপনারও এই একই পরিণতি হতে পারে। এ সব জেনেও মৃত্যুর মুখে নিজেকে উৎসর্গ করছেন কিছু মানুষ। চিবোতে চিবোতে। অনেকে বলবেন, তা বলে শহিদ কেন? একে তো আত্মহত্যা বলা যায়। অর্থনীতিবিদরা বলছেন, গুটখা থেকে প্রায় ৬৪ শতাংশ ট্যাক্স পায় সরকার। সিগারেট থেকে ৫৩ শতাংশ, বিড়ি থেকে ১৬ শতাংশ ট্যাক্স নেওয়া হয়। বুঝতেই পারছেন, দেশকে লাভবান করে কীভাবে চিবোতে চিবোতে মৃত্যুবরণ করেন গুটখাম্যানরা। এই মুহূর্তে দেশে গুটখা মহামারী আকার ধারণ করেছে সন্দেহ নেই। কিন্তু কতটা, চলুন দেখা যাক। তাজমহলের...
