AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে ৬ ঘণ্টার মধ্যে FIR দায়ের, RG Kar কাণ্ডের পরই কড়া নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

Health Ministry: এবার থেকে কর্মরত অবস্থায় কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে, ৬ ঘণ্টার মধ্যেই এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হল। অভিযোগ জানানোর দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে ৬ ঘণ্টার মধ্যে FIR দায়ের, RG Kar কাণ্ডের পরই কড়া নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের
আরজি কর কাণ্ডে চিকিৎসকদের প্রতিবাদ। (ফাইল ছবি)Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 2:09 PM
Share

নয়া দিল্লি: আরজি কর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। চিকিৎসক-পড়ুয়াকে নির্যাতন ও খুনের ঘটনার পরই কড়া পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry)। এবার থেকে কর্মরত অবস্থায় কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে, ৬ ঘণ্টার মধ্যেই এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

এ দিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, “সম্প্রতি দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সময়ে কর্তব্যরত থাকাকালীন হেনস্থা বা মারধরের শিকার হন। অনেক সময় গালিগালাজ বা মৌখিক হেনস্থার মুখে পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই ঘটনায় জড়িত থাকে রোগী বা রোগীর পরিবার।”

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় সাফ বলা হয়েছে যে হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটলে, ৬ ঘণ্টার মধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ জানানোর দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই।

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতাল থেকে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধারের পরও পুলিশে অভিযোগ জানাতে গরিমসি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। জানা গিয়েছে, হাসপাতালের সেমিনার রুমের ভিতর থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পাঁচ ঘণ্টা পর পুলিশে এফআইআর দায়ের করা হয়েছিল। তাতে মাত্র পাঁচ লাইন লেখা ছিল। হাইকোর্টেও এই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রিন্সিপালের বক্তব্য, অভিযোগ দায়ের করা হয়েছে।

বহু হাসপাতালেই চিকিৎসকদের নানা সময়ে হেনস্থার মুখে পড়তে হয়। এমনকী, মারধরও করা হয় চিকিৎসায় গাফিলতির অভিযোগে। আরজি করে চিকিৎসক-পড়ুয়ার খুনের ঘটনার পরই আন্দোলনে পথে নেমেছেন রাজ্য তথা দেশের চিকিৎসকরা। ‘তিলোত্তমা’র সুবিচারের দাবির পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই দাবিতেও সরব হয়েছেন চিকিৎসকরা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)