Film Maker Husband: স্বামীর গাড়ির মধ্য অন্য মহিলা, দেখে ফেলতেই স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন পরিচালক

Adultery: স্বামী তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়ায় মাথা, পা এবং হাতে গুরুতর আঘাত পেয়েছেন পরিচালকের স্ত্রী।

Film Maker Husband: স্বামীর গাড়ির মধ্য অন্য মহিলা, দেখে ফেলতেই স্ত্রীর উপর দিয়ে গাড়ি  চালিয়ে দিলেন পরিচালক
মহিলাকে পিষে দিল স্বামীর গাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2022 | 12:40 AM

মুম্বই: পার্কিং লটে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। সেখানে থাকা স্বামীর গাড়ি দেখতে গিয়েছিলেন স্ত্রী। তা দেখতে গিয়েই চোখ কপালে উঠে যায় স্ত্রীর। তিনি গিয়ে দেখেন, অন্য এক মহিলাকে নিয়ে গাড়ির মধ্যে রয়েছেন স্বামী। স্ত্রীকে দেখেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন স্বামী। তার জন্য নিজের স্ত্রীর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় মুম্বইয়ে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী এক জন চিত্র পরিচালক। ঘটনার পর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী। ঘটনার জেরে গুরুতর হয়েছেন তিনি।

মুম্বইয়ের আন্ধেরী পশ্চিম এলাকার একটি বহুতলের পার্কিং লটে স্বামীকে গাড়ির মধ্যে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখেন স্ত্রী। তা দেখেই স্বামীর কাছে জবাব চাইতে যান স্ত্রী। সে সময় স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

স্বামী তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়ায় মাথা, পা এবং হাতে গুরুতর আঘাত পেয়েছেন পরিচালকের স্ত্রী। ঘটনার জেরে হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল ওই মহিলাকে। এর পর স্বামীর বিরুদ্ধে আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী। অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৭ ধারায় মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলবছে বলে জানিয়েছে পুলিশ।