Buffalo Semen: মোষের দাম ৩৫ কোটি! এক ফোঁটা বীর্যের দাম শুনলে চমকে যাবেন

Buffalo: ৩৫ কোটি টাকা দিয়ে এই মোষটিকে কিনেছিলেন মধু যাদব। কী এই মোষের বিশেষত্ব? কেন এত দাম?

Buffalo Semen: মোষের দাম ৩৫ কোটি! এক ফোঁটা বীর্যের দাম শুনলে চমকে যাবেন
সদর ফেস্টিভ্যাল (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2022 | 6:30 AM

হায়দরাবাদ: একটি মোষের (Buffalo) দাম কত হতে পারে? আন্দাজ করতে পারেন? হায়দরাবাদে সদর ফেস্টিভ্যালে একটি মোষের সন্ধান মিলেছে, যার দাম ৩৫ কোটি টাকা। প্রতি বছর দীপাবলির মরশুমে হায়দরাবাদে (Hyderabad) এই সদর ফেস্টিভ্যালের আয়োজন করে যাদব সম্প্রদায়ের মানুষরা। সেখানে বিভিন্ন প্রজাতির মোষের প্রদর্শনী মেলা বসে। আর এই বছর সেখানে সবার নজর কাড়ছে গরুড়। বিশেষ প্রজাতির একটি মোষ। গরুড় মালিক মধু যাদব। তিনি জানান, ৩৫ কোটি টাকা দিয়ে এই মোষটিকে কিনেছিলেন তিনি। কী এই মোষের বিশেষত্ব? কেন এত দাম?

মাত্র ২০ দিন আগে এই মোষটিকে কিনেছিলেন মধু যাদব। তার আগে এই মোষের মালিক ছিলেন হায়মদ আলম খান। মধু জানান, কোনও মোষের দাম স্থির হয় সেই মোষের বীর্যের গুণগত মানের উপর নির্ভর করে। মধু যাদবের কথায়, ৩৫ কোটির এই মোষটির বীর্যের প্রতিটি ফোঁটা দাম হয় ১২০০-১৫০০ টাকার মধ্যে। ভাবুন কাণ্ড! আর এই মোষ দেখতেই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন সকলে। কী খায় এই মোষ? গরুড়ের প্রাত্যহিক খাদ্য তালিকায় যা রয়েছে, তাও বেশ তাজ্জব করে দেওয়ার মতো। দুধ, পেস্তা, আমন্ড, কাজু, আপেল, মুরগির ডিম, বাদাম, ছোলা, বিট, গাজর।

যদিও গরুড় একা নয়। তার মতো আরও অনেকেই রয়েছে হায়দরাবাদের এই প্রদর্শনীতে। এই যেমন হরিয়ানার রাজু। সেও গরুড়ের মতোই। এবারের ফেস্টিভ্যালে রাজুর অ্যাক্রোবেটিস্কের দক্ষতাও নজর কেড়েছে সকলের। এই মেলা হল আসলে মোষের শক্তিপ্রদর্শনের মঞ্চ। যে মোষ যত বেশি কসরত দেখাতে পারবে, সেরার সেরা হওয়ার সম্ভবনাও তারই বেশি। শুধু তো মোষ নয়, নাম-খ্যাতি হয় মোষের মালিকদেরও। খাটনি তো তাঁদেরও কম যায় না। এই সব কসরত করার জন্য মোষেদের প্রশিক্ষণ দেওয়ার কাজ তো তাঁরাই করেন।

উল্লেখ্য, ফি বছর হায়দরাবাদে এই সদর ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। গত দুই বছর ধরে করোনার কারণে অনেকটা ভাটা পড়েছিল এই মোষের মেলায়। তবে করোনাকাল কাটিয়ে উঠতেই ফের স্বমহিমায় ফিরেছে হায়দরাবাদের মোষের প্রদর্শনী।