Nasal Spray for Covid: নাক দিয়ে ওষুধ নিলেই সারবে করোনা! বাজারে এল প্রথম ‘ন্যাজাল স্প্রে’

Corona Treatment: সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "ভারেত তৃতীয় ধাপের পরীক্ষা দেখা গিয়েছে ২৪ ঘণ্টার ব্যবহারে ভাইরাসের সংক্রমণ ৯৪ শতাংশ এবং ৪৮ ঘণ্টার ব্যবহারে সংক্রমণের হার ৯৯ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব হয়েছে।

Nasal Spray for Covid: নাক দিয়ে ওষুধ নিলেই সারবে করোনা! বাজারে এল প্রথম 'ন্যাজাল স্প্রে'
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 2:50 PM

নয়া দিল্লি: দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে বিশ্বের পাশাপাশি ভারতেও দাপিয়ে বেড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস (Corona Virus)। করোনা ভাইরাসের চরিত্র বদলের কারণে সমস্যা আরও বেড়েছে। দেশে ব্যপকভাবে করোনা টিকাকরণ (Covid Vaccination) কর্মসূচির ফলে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণের হারে খুব একটা রাশ টানা যায়নি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অপ্রতুলতায় করোনা রোগীর তীব্র শ্বাসকষ্টের মতো মর্মান্তিক ছবি এখনও স্মৃতির পাতায় যথেষ্টই তাজা। করোনার কোনও ওষুধ নেই ঠিকই, তবে চিকিৎসা নিশ্চয়ই আছে। করোনা চিকিৎসার অঙ্গ হিসেবে ভারতের বাজারে মুক্তি পেল প্রথম ন্যাজাল স্প্রে। মুম্বই ভিত্তিক আন্তর্জাতিক ওষুধ প্রস্তুত সংস্থা গ্লেনমার্ক ও স্যানোটাইজের অংশীদারিত্বে ভারতের বাজারে এসেছে নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে (Nitric Oxide Nasal Spray)। প্রাপ্ত বয়স্ক করোনা রোগীর চিকিৎসায় এই স্প্রে ব্যবহার করা যাবে বলেই জানা গিয়েছে। আপাতভাবে ফ্যাবিস্প্রে (FabiSpray) নামেই ন্যাজাল স্প্রে বাজারে এনেছে প্রস্তুতকারী সংস্থা। ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার তরফে গ্লেনমার্ক এই ন্যাজাল স্প্রে প্রস্তুত ও মার্কেটিংয়ের ছাড়পত্র দেওয়া হয়েছে।

সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “ভারেত তৃতীয় ধাপের পরীক্ষা দেখা গিয়েছে ২৪ ঘণ্টার ব্যবহারে ভাইরাসের সংক্রমণ ৯৪ শতাংশ এবং ৪৮ ঘণ্টার ব্যবহারে সংক্রমণের হার ৯৯ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব হয়েছে। নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে নিরাপদ এবং করোনা রোগীদের ব্যবহারে কোনও সমস্যা দেখা দেয়নি। ফ্যাবিস্প্রে নামেই গ্লেনমার্ক এই স্প্রে বাজারে নিয়ে আসবে।” সংস্থার দাবি নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে ভাইরাসের বিরুদ্ধে শারীরিক ও রাসায়নিক বাধা হিসেবে কাজ করবে।

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের প্রধান ডাঃ মণিকা টন্ডন জানিয়েছেন, “তৃতীয় পর্যায়ের ডাবল ব্লাইন্ড, প্লাসিবো নিয়ন্ত্রিত ট্রায়ালের ফলাফলগুলি উত্সাহজনক। রোগীর দেহে সংক্রমণের হার কমে যাওয়ার বিষয়টিও তাৎপর্যপূর্ণ। করোনার নতুন ভ্যারিয়েন্ট গুলির আগমনের ফলে যখন সংক্রমণের মাত্রা ক্রমাগত বাড়ছে তখন নাইট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রে নিঃসন্দেহে ভারতকে করোনার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা