Delhi Flood: জলমগ্ন দিল্লির ‘বিপদ’ কাটেনি, জারি ‘হলুদ’ সতর্কতা, ময়দানে NDRF

Delhi Flood: বৃহস্পতিবার রেকর্ড বৃদ্ধি পেয়েছিল যমুনার জলস্তর। ছুঁয়ে ফেলেছিল ২০৮.৬৬ মিটার। ১৯৭৮ সালের পর এই চিত্র প্রথমবার দেখা গেল দিল্লির বুকে।

Delhi Flood: জলমগ্ন দিল্লির 'বিপদ' কাটেনি, জারি 'হলুদ' সতর্কতা, ময়দানে NDRF
জলমগ্ন দিল্লিImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 8:03 AM

বন্যা পরিস্থিতিত কার্যত জনজীবন স্তব্ধ রাজধানী দিল্লিতে। যমুনার জল যেভাবে ফুলে ফেঁপে উঠেছে, তাতে জলমগ্ন হয়ে গিয়েছে রেড ফোর্ট, রাজঘাটের মতো একাধিক গুরুত্বপূর্ণ জায়গা। এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনার জল। আবারও বৃষ্টি হবে বলে সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিকে, শুক্রবার রাত থেকে যমুনার জলস্তর নেমেছে সামান্য। তবে বিপদসীমা থেকে এখনও অনেকটা ওপরেই বইছে সেই নদী।

বৃহস্পতিবার রেকর্ড বৃদ্ধি পেয়েছিল যমুনার জলস্তর। ছুঁয়ে ফেলেছিল ২০৮.৬৬ মিটার। ১৯৭৮ সালের পর এই চিত্র প্রথমবার দেখা গেল দিল্লির বুকে। বিপদসীমার থেকে তিন মিটার বেশি। সেই অবস্থার কিছুটা পরিবর্তন হতে দেখা গিয়েছে শুক্রবার। জলস্তর নেমে হয়েছে ২০৭.৯৮ মিটার। এদিকে রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় ট্রাফিকের অবস্থা খুবই খারাপ। নীচু জায়গায় বসবাস করেন, এমন হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জায়গায় মেট্রোর নির্মাণ কাজ চলছে, সেখানে জলের তোড়ে শুক্রবার ভেসে যায় তিন শিশু। নিখিল, পীযুষ ও আশিস নামে তিন নাবালকের ভেসে যাওয়ার খবর সামনে আসে। দিল্লির মুকুন্দপুর চকে চলছে মেট্রোর কাজ। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি। ওই জায়গা ঘিরে দেওয়া হয়েছে, যাতে কেউ প্রবেশ করতে না পারে।

যমুনার ওপর দিয়ে মেট্রো ব্রিজ তৈরির যে কাজ চলছিল, তা বন্ধ করে দিতে হয়েছে আপাতত। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে কাজ করছে ১৬টি এনডিআরএফ-এর টিম। দিল্লির কমলা নগর, কালকাজি, পটেল নগর, শাস্ত্রী নগর, গোবিন্দপুরীর মতো একাধিক জায়গায় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। আগামী ৪-৫ দিনও দিল্লিতে বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম ভবন। ১৭ ও ১৮ জুলাই বৃষ্টি কিছুটা বাড়বে। তবে শুধুমাত্র দিল্লির বৃষ্টির কারণেই এই পরিস্থিতি নয় বলে জানা যাচ্ছে। হিমাচল প্রদেশ থেকে আসা জলেই ফুলে ফেঁপে উঠেছে যমুনা।