Hardik Patel to Join BJP: ‘ক্ষুদ্র সৈনিক হয়ে কাজ করব’, বিজেপিতেই নতুন অধ্যায়, জানালেন হার্দিক
Hardik Patel to Join BJP: ২০১৯ সালেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী পাতিদার নেতা। তবে গত মাসেই তিনি দলনেত্রী সনিয়া গান্ধীর কাছে চিঠি লিখে কংগ্রেস থেকে ইস্তফা দেন।
আহমেদাবাদ: জল্পনা ছিল আগেই। এবার সিলমোহর দিলেন খোদ হার্দিক (Hardik Patel)। গত মাসেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল। তারপরই জল্পনা শুরু হয়েছিল যে তিনি বিজেপি(BJP)-তে যোগ দেবেন। প্রথমে অস্বীকার করলেও, চলতি সপ্তাহেই জানা গিয়েছিল যে আগামী ২ জুনই বিজেপিতে যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেল। এ দিন সকালেই তিনি নিজেও টুইট করে জানান যে, এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র নেতৃত্বে ক্ষুদ্র সৈন্য হিসাবেই তিনি কাজ করবেন।
এ দিন সকালেই হার্দিক প্যাটেল হিন্দিতে টুইট বলেন, “জাতীয়, আঞ্চলিক ও সামাজিক স্বার্থের কথা ভেবেই আমি এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেবায় আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে কাজ করব”। আজই তিনি বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর।
राष्ट्रहित, प्रदेशहित, जनहित एवं समाज हित की भावनाओं के साथ आज से नए अध्याय का प्रारंभ करने जा रहा हूँ। भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेन्द्र भाई मोदी जी के नेतृत्व में चल रहे राष्ट्र सेवा के भगीरथ कार्य में छोटा सा सिपाही बनकर काम करूँगा।
— Hardik Patel (@HardikPatel_) June 2, 2022
২০১৯ সালেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী পাতিদার নেতা। তবে গত মাসেই তিনি দলনেত্রী সনিয়া গান্ধীর কাছে চিঠি লিখে কংগ্রেস থেকে ইস্তফা দেন। কংগ্রেসে তিন বছর সময় নষ্ট করেছেন বলেই দাবি করেন হার্দিক। সনিয়াকে লেখা ওই চিঠিতে তিনি বলেছিলেন, “দলীয় কর্মীদের সমস্যা শোনার বদলে শীর্ষ নেতারা নিজেদের মোবাইলেই ব্যস্ত থাকেন। আর গুজরাটের কংগ্রেস নেতারা তাদের জন্য চিকেন স্যান্ডউইচ জোগাড় করতে ব্যস্ত থাকেন।”
Gujarat | Hardik Patel performs 'pooja' at his residence in Ahmedabad.
He will be joining Bharatiya Janata Party today. pic.twitter.com/AqMboWjs7e
— ANI (@ANI) June 2, 2022
কংগ্রেস ছাড়ার পর হার্দিককে বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে, বিজেপিতে যোগ দেবেন না। কোনও দলের প্রশংসা করার অর্থ এই নয় যে সেই দলে যোগ দিতে হবে। তিনদিন আগেও হার্দিক টুইট করে লিখেছিলেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। যদি এমন কোনও সিদ্ধান্ত নেন, তবে অবশ্যই জানাবেন। এদিন যাবতীয় জল্পনায় ইতি টেনে হার্দিক নিজেই স্বীকার করে নিলেন যে তিনি বিজেপিতেই যাচ্ছেন।
চলতি বছরের শেষভাগেই গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই হার্দিকের বিজেপিতে যোগদান কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসাবেই প্রমাণিত হতে পারে।