Champai Soren To Join BJP: শাহর সঙ্গে বৈঠকে বদলে গেল পাশা, এবার ঝাড়খণ্ডে ‘খেলা’ দেখাবেন চম্পাই সোরেন?
Champai Soren To Join BJP: চলতি বছরের শেষদিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে কি তুরুপের তাস হবেন চম্পাই সোরেন? বাংলার পড়শি দেশে 'খেলা' কি তিনি ঘুরিয়ে দিতে পারেন?
নয়াদিল্লি: চলতি বছরেই বাংলার পড়শি এই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দল। কোন চালে কে কাকে বাজিমাত করবে, সেই রণকৌশল তৈরি হচ্ছে। আর এসবের মধ্যে ঝাড়খণ্ডে এবারের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ভূমিকা নিয়ে জল্পনা চলছে। সোমবার রাতে সেই জল্পনার অবসান ঘটালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানালেন বিজেপিতে যোগ দিচ্ছেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে বিজেপিতে যোগ দেবেন, সেই তারিখও জানান অসমের মুখ্যমন্ত্রী।
কর্মী-সমর্থকদের কাছে ‘ঝাড়খণ্ডের বাঘ’ হিসেবে পরিচিত বছর সাতষট্টির চম্পাই সোরেন। বাংলার পড়শি এই রাজ্যের বর্তমান শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা। বিহার থেকে পৃথক হয়ে ঝাড়খণ্ড রাজ্য তৈরির ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। চলতি বছরের ২ ফেব্রুয়ারি ঝাড়খম্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। সেইসময় ইডির হাতে গ্রেফতার হওয়ায় মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন হেমন্ত সোরেন। তখন প্রবীণ এই নেতার উপর আস্থা রাখে জেএমএম। কিন্তু, হেমন্ত সোরেন জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয় চম্পাই সোরেনকে। চলতি বছরের ৩ জুলাই তিনি মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। পরদিন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন।
মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করার পরই জেএমএম-র সঙ্গে দূরত্ব বাড়তে থাকে চম্পাই সোরেনের। তিনি অভিযোগ করেন, দলের নেতারা তাঁকে অসম্মান করেছেন। এমনকি, পদত্যাগের পর তিনি বলেন, আরও কিছু সময় পেলে রাজ্যের আরও উন্নতি করতে পারতেন।
এই পরিস্থিতিতে জেএমএম-এ তিনি থাকবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়তে থাকে। সেইসময় প্রবীণ এই আদিবাসী নেতা বলেছিলেন, “আমি যেখানেই আছি, সেখানেই রয়েছি।” এরই মধ্যে দিল্লি আসেন তিনি। ব্যক্তিগত কাজে দিল্লি এসেছেন বলে জানালেও জল্পনা থামেনি। বিজেপি নেতারাও চম্পাই সোরেনের প্রশংসা শুরু করেন। তাতে জল্পনা আরও বাড়ে।
কয়েকদিন আগে তিনি বার্তা দেন, তাঁর কাছে তিনটি পথ খোলা রয়েছে। রাজনীতি থেকে অবসর নেওয়া। নতুন দল গঠন এবং নতুন কোনও সঙ্গী পেলে তার সঙ্গে এগিয়ে যাওয়া। পরে তিনি জানান, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। নতুন দল গঠনের কথাও জানান।
চম্পাই সোরেন নতুন দল ঘোষণা কবে করবেন, তা নিয়ে জল্পনার মধ্যে সোমবার সকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমি চাই চম্পাই সোরেন বিজেপিতে যোগ দিন এবং আমাদের দলকে আরও শক্তিশালী করুন।” ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনের দায়িত্বে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর এই মন্তব্যের জেরে নতুন করে জল্পনা শুরু হয়। আর সেই জল্পনার অবসান ঘটল কয়েক ঘণ্টা পর।
Former Chief Minister of Jharkhand and a distinguished Adivasi leader of our country, @ChampaiSoren Ji met Hon’ble Union Home Minister @AmitShah Ji a short while ago. He will officially join the @BJP4India on 30th August in Ranchi. pic.twitter.com/OOAhpgrvmu
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 26, 2024
এদিন রাতে দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করেন চম্পাই সোরেন। তারপরই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার, ৩০ অগস্ট রাঁচিতে বিজেপিতে যোগ দেবেন ঝাড়খণ্ডের কয়েক মাসের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা চম্পাই সোরেন।
চলতি বছরের শেষদিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে কি তুরুপের তাস হবেন চম্পাই সোরেন? বাংলার পড়শি দেশে ‘খেলা’ কি তিনি ঘুরিয়ে দিতে পারেন? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকমাস।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)